মোমিনপুরের হিংসার ঘটনায় আদালতে দায়ের হল জনস্বার্থ মামলা, ঘটনায় গ্রেফতার ৪২, এলাকায় জারি ১৪৪ ধারা

মোমিনপুরের হিংসার ঘটনা এবার গড়াল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। মোমিনপুরের ঘটনার বিরুদ্ধে কলকাতা হাইকরতে দু’টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আদালতে দাবী করা হয়েছে যাতে কলকাতায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। সূত্রের খবর, নব্যেন্দু কুমার বন্দ্যোপাধ্যায় নামের ব্যক্তি ই-মেল করে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে চিঠি দেন। তিনি দাবী করেন যাতে মোমিনপুরের এই হিংসার ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের করা হোক।
গতকাল, মঙ্গলবারই মোমিনপুর হিংসা নিয়ে বিজেপির আইনজীবী সেলের সদস্য সুস্মিতা সাহা দত্ত হাইকোর্টে মামলা দায়ের করেন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও ঘটনায় এনআইএ তদন্তের দাবীও তোলেন তিনি। মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি জয়মাল্য বাগচী।
মোমিনপুরে হিংসা ছড়ানোর ঘটনায় এখনও পর্যন্ত মোট ৪২ জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। সেদিনের ঘটনার পর থেকে এলাকায় মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। এলাকা জুড়ে টহল দিচ্ছে র্যাফ। আজ পর্যন্ত একবালপুরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে পরিস্থিতি এই মুহুর্তে নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানা যাচ্ছে।
ঘটনার সূত্রপাত গত শনিবার। মোমিনপুরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। শুরু হয় বোতল ছোঁড়াছুঁড়ি ও ইটবৃষ্টি। বোমাবাজিও হয় বলে অভিযোগ। রবিবার সন্ধ্যেয় ফের উত্তপ্ত হয় এলাকা। দোকান, বাইক ভাঙচুর হয় ওই এলাকায়।
একবালপুর থানা ঘেরাও করা হয় এদিন। পুলিশ পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে। এই ঘটনায় তিনজন আইপিএস অফিসার আহত হন। এই ঘটনায় দু’পক্ষের বেশ কিছুজনকে গ্রেফতার করে পুলিশ। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে।
গত সোমবার মোমিনপুরে পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে যেতে চান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু চিংড়িঘাটার কাছে তাঁকে আটকায় পুলিশ। তাঁকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। পরে অবশ্য ছেড়ে দেওয়া হয় সুকান্তবাবুকে।