‘মমতাদির নেতৃত্বে এবার বিজেপির বিরুদ্ধে লড়বে বামেরা’, বিস্ফোরক দাবী করে জল্পনা উস্কে দিলেন কুণাল

বঙ্গ রাজনীতিতে যেন ধীরে ধীরে প্রত্যাবর্তন ঘটছে বামেদের। সেই ইঙ্গিত বারবার মিলছে। ভোটের অঙ্কে তারা পিছিয়ে থাকলেও, দুর্গাপুজোর সময় স্টলে ব্যাপক হারে বই বিক্রি করে ফের খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে বামেরা। জেলা থেকে শহর, সব জায়গাতেই লক্ষ লক্ষ টাকার বই বিক্রি করেছে তারা।
শোনা যাচ্ছে, দুর্গাপুজোতে এত লাভের মুখ দেখার পর এবার কালীপুজোতেও বইয়ের স্টল দেওয়ার কথা ভাবছে বামেরা। এবার সেই প্রসঙ্গ নিয়েই বামেদের কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়, “মমতাদির নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে লড়বে বামেরা”।
এদিন কুণাল ঘোষ বলেন, “বামেরা কালীপুজাতেও বই বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ভাল, সামনের বছর দুর্গাপুজোয় অঞ্জলী দেবে। তার পর দুর্গার মধ্যে মমতাদিকেও খুঁজে পাবে । তারপর মমতাদির নেতৃত্বে বিজেপির বিরুদ্ধেও লড়বে। এটাই মার্ক্সবাদের সময়োপযোগী প্রয়োগ”। দুর্গাপুজোর পর কালীপুজোতেও বই বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বামেরা। বাম নেতারা জানিয়েছেন যে শারদীয়াতে দারুণ বিক্রি হয়েছে তাদের বই। সেই জবাব দিতেই কার্যত বামেদের কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র।
পুজোর সময় বইয়ের স্টল দেওয়া বামেদের অনেক পুরনো রীতি। মার্কসবাদী ভাবনার নানান বই সেই স্টলে দেখা যায়। দলীয় স্তরে জনসংযোগ বাড়ানো এটি একটি মাধ্যম বামেদের। তবে শুধুমাত্র মার্কসবাদী বই-ই নয়, সিপিএমের নানান দলীয় বই থেকে শুরু করে নানান গল্পের বইও বিক্রি হয় বামেদের এই স্টলে।
বামেদের এই স্টলে বেশ ভালোই জনসমাগম হয় বৈ কী! গত ১০ বছর ধরে রাজ্যে বামেরা ক্ষমতায় নেই। বিধানসভাতেও তাদের আসন শূন্য। কিন্তু দুর্গাপুজোর সময় বই বিক্রি করে ব্যাপক লাভের মুখ দেখেছে বামেরা। সেই কারণে এবার কালীপুজোতেও স্টল দেওয়ার চিন্তাভাবনা করছে তারা। এই আবহে এবার তাদের খোঁচা দিলেন কুণাল ঘোষ।