রাজ্য

রক্ষাকবচ শেষ হতেই গ্রেফতারি! এবার টেন্ডার দুর্নীতির মামলায় গ্রেফতার হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদক

অবশেষে টেন্ডার দুর্নীতির (tender scam) মামলায় গ্রেফতার করা হল হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদককে (Shyamal Adak)। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ঘনিষ্ঠ বলেও পরিচিতি তিনি। পুরসভার চেয়ারম্যান থাকাকালীন একাধিক টেন্ডার নিয়ে বেশ বড়সড় দুর্নীতিতে জড়ান শ্যামল, এমনই অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। গতকাল, শনিবার রাতে তাঁকে গ্রেফতার করে সুতাহাটা থানার পুলিশ। আজ, রবিবার তাঁকে আদালতে তোলা হতে পারে।

পুলিশ সূত্রে খবর, গত ২৯শে সেপ্টেম্বর এক ব্যবসায়ী হলদিয়ার ভবানীপুর থানায় শ্যামল আদকের বিরুদ্ধে টেন্ডারে দুর্নীতি করার অভিযোগ জানান। সেই নিয়ে তদন্ত করতে গঠন করা হয় বিশেষ তদন্তকারী দল বা সিট। জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠানো হয় শ্যমলকে।

কিন্তু তিনি থানায় হাজিরা দেন নি। এরপরই তাঁর বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। পুলিশ সূত্রের খবর, তারপর থেকেই গা ঢাকা দিয়েছিলেন শ্যামল। তাঁর নামে জেলা পুলিশের তরফে হুলিয়া জারি করা হয়। হলদিয়া পুলিশের দাবী, শ্যামল আদক সেই সময় দিল্লিতে ছিলেন।

বেশ কিছুদিন ধরেই শ্যামল আদককে ধরার জন্য পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের একটি দল দিল্লিতে আস্তান গেড়েছিল। শ্যামল আদক হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন। হাইকোর্টের তরফে তাঁকে সাময়িক রক্ষাকবচ দেওয়া হয়। এর পাশাপাশি তাঁকে বিচারপতি নির্দেশ দেন যাতে তিনি তদন্তে সহযোগিতা করেন।

এরপর গত ২৮শে নভেম্বর ভবানীপুর থানায় যান শ্যামল। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি কলকাতায় ফিরে যান। এরই মাঝে গতকাল শনিবার রাতে সুতাহাটা থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় শ্যামলকে। সেই সময়ই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

এই গ্রেফতারির ঘটনায় হলদিয়া মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) রাহুল পাণ্ডে বলেন, “শ্যামল আদককে গ্রেফতার করা হয়েছে। তাঁকে হলদিয়া মহকুমা আদালতে হাজির করানো হবে”।

Back to top button
%d bloggers like this: