রাজ্য

সকাল থেকে মুখভার আকাশের, আজ রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও

আজ, বুধবার ফের কলকাতা-সহ গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। এর সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানা যাচ্ছে। এর সঙ্গে শিলাবৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আজ, বুধবার হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। এর সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে খবর। ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল, বৃহস্পতিবার ঝড়বৃষ্টির পরিমাণ খানিকটা কমতে পারে।

তবে শুক্র ও শনিবার ফের বাড়বে ঝড়বৃষ্টির সম্ভাবনা। বুধবার কলকাতাতেও আকাশ আংশিক মেঘলা। কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি।

বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

এই ঝড়বৃষ্টির ফলে আগামী তিনদিন তাপমাত্রা একটু কম থাকবে। এর ফলে খানিকটা স্বস্তি পাবেন বঙ্গবাসী। এই তিনদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে আবার মঙ্গলবারের ঝড়বৃষ্টির ফলে ওভারহেডের তার ছিঁড়ে তারকেশ্বর-আরামবাগ-গোঘাটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল বিকালের কালবৈশাখীর ঝড়ে আরামবাগ মহকুমার নানান এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়। শুধু আরামবাগই নয়, পূর্ব বর্ধমানের বিদ্যুৎ পরিষেবা কার্যত ভেঙে পড়েছে। গভীর রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়।

Back to top button
%d bloggers like this: