রাজ্য

পঞ্চায়েত নির্বাচনের আবহে ফের ঝরল প্রাণ, বিজেপি প্রার্থীর দেওরকে কুপিয়ে খু’ন, অভিযোগের কাঠগড়ায় তৃণমূল, উত্তপ্ত কোচবিহার

ফের পঞ্চায়েত নির্বাচনের আবহে রাজ্যে ঝরল প্রাণ। কোচবিহারের বিজেপি প্রার্থীর আত্মীয়কে কুপিয়ে খু’ন করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাঁকে খু’ন করা হয়েছে বলে অভিযোগ। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগকে নাকোচ কর জানানো হয়েছে যে এর সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই। রিপোর্ট অনুযায়ী, পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত রাজ্যে ৮ জনের মৃত্যু ঘটল।

জানা গিয়েছে, মৃতের নাম শম্ভু দাস। তাঁর বউদি বিশাখা দাস দিনহাটায় কিশামাত দশগ্রামের টিয়ারদহ গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রার্থী হয়েছেন। পরিবার সূত্রে খবর, রাতে খাওয়া-দাওয়ার পর শম্ভু বাড়িতেই ছিলেন। গভীর রাতে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে কুপিয়ে খু’ন করা হয় বলে অভিযোগ।

জানা গিয়েছে, বাড়ি থেকে কিছুটা দূরে শম্ভুর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। স্থানীয়রা দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী।

মৃতের বাবা জানান, “রাতের বেলা ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন। আমার মেজো ছেলের বউ বিজেপি প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছে, ছোট ছেলে শম্ভুকে তাই খুন করা হয়েছে”।

দিনহাটার ২ ব্লকের বিজেপি মণ্ডল সভাপতি অজয় রায় এই ঘটনায় জানান, “গতকাল সকাল থেকেই এলাকায় উদয়ন গুহের নেতৃত্বে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। আমাদের প্রার্থীদের মনোনয়নের কাগজ কেড়ে নেওয়া হয়েছে উদয়ন গুহর নেতৃত্বে। এবার আমাদের ভয় দেখাতে প্রার্থীর দেওরকে খুন করেছে তৃণমূল”।

রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলেন, “রাজ্য় নির্বাচন কমিশন, পুলিশ চোখ বন্ধ করে রেখেছে। ওঁরা কিছুই দেখতে পাচ্ছে না”।

তবে বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। তাঁর কথায়, “যার মৃত্যু হয়েছে তিনি সরাসরি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। এই খুনের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই”। তাঁর যুক্তি, “রাজনৈতিক ফায়দা তুলতে হলে তৃণমূল প্রার্থী বা প্রার্থীর স্বামীকে হত্যা করত। প্রার্থীর আত্মীয়কে মারব কেন”?

Back to top button
%d bloggers like this: