রাজ্য

রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে বিজেপির মঞ্চে দেখা যাবে ঋতুপর্ণাকে, শাহ্‌’র উপস্থিতিতে কী এবার তবে গেরুয়া শিবিরে যোগ অভিনেত্রীর?

২৫শে বৈশাখ অর্থাৎ রবীন্দ্র জয়ন্তীর সন্ধ্যায় বিজেপির রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে দেখা মিলতে পারে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। এমনটাই খবর বিজেপি সূত্রে। পঞ্চায়েত নির্বাচনের আগে অভিনেত্রীর বিজেপির অনুষ্ঠানে এই যোগ দেওয়া নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তবে কী এবার পদ্ম শিবিরে নাম লেখাতে চলেছেন ঋতুপর্ণা? উঠেছে প্রশ্ন।

আসলে একুশের নির্বাচনের আগে টলিপাড়ার একাধিক অভিনেতা-অভিনেত্রীকে নানান রাজনৈতিক দলে যোগ দিতে দেখা গিয়েছিল। তাদের মধ্যে কেউ কেউ ভোটেও দাঁড়িয়েছিলেন। আর এবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন। ট্রেন্ড অনুযায়ী এবারও অনেকেই যোগ দিচ্ছেন রাজনৈতিক দলে। ঋতুপর্ণাও কী সেই দলেই নাম লেখালেন, এমন জল্পনা শুরু হয়েছে এবার।

আগামী ৮ মে ফের বঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই দিন সন্ধেয় মুর্শিদাবাদে সভা করবেন তিনি। এরপর ৯ মে অর্থাৎ ২৫ বৈশাখ, কবিগুরুর জন্মবার্ষিকীতে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাবেন শাহ। এদিন সন্ধ্যেয় সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সেখানেও যোগ দেবেন শাহ। আর এই অনুষ্ঠানেই নৃত্য পরিবেশন করবেন তনুশ্রী শংকর, ঋতুপর্ণা সেনগুপ্ত। অর্থাৎ বিজেপিতে যোগ দেওয়ার জন্য নয়, অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিজেপির অনুষ্ঠানে দেখা যাবে ঋতুপর্ণাকে। এই অনুষ্ঠানে থাকবেন সোমলতা আচার্যও। 

রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে বিজেপির মঞ্চে দেখা যাবে ঋতুপর্ণাকে, শাহ্‌’র উপস্থিতিতে কী এবার তবে গেরুয়া শিবিরে যোগ অভিনেত্রীর? 2

এই সাংস্কৃতিক সন্ধ্যের আয়োজক বিজেপির প্রভাবিত সংগঠন খোলা হাওয়া। বিজেপির রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত এই সংগঠনটি তৈরি করেছেন। এই অনুষ্ঠানে শাহ্‌’র পাশাপাশি উপস্থিত থাকবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি অনুষ্ঠানের মূল বক্তা। ওয়াকিবহাল মহলের মতে, পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের আগে বাঙালির আবেগকেই হাতিয়ার করতে চাইছে বিজেপি। সেই কারণেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে কলকাতায় আসছেন শাহ।

Back to top button
%d bloggers like this: