রাজ্য

নির্ধারিত সময়ের আগেই ইডির দফতরে সায়নী, ১০০ শতাংশ সাহায্য করব তদন্তে, জানালেন তৃণমূল নেত্রী, আজই কী গ্রেফতারি?

নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে তলব করেছিল ইডি। আজ, শুক্রবার তাঁকে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়। তবে ইডি-র এই নোটিশের পর থেকেই কোনও খবর মিলছিল না অভিনেত্রী তথা তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষের। তিনি আদৌ ইডি-র দফতরে হাজিরা দেবেন কী না, তা নিয়েও ছিল সংশয়।

তবে দেখা গেল শুক্রবার নির্ধারিত সময়ের কিছুটা আগেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন সায়নী। তাঁকে সাড়ে ১১টার মধ্যে হাজিরা দেওয়ার কথা বলেছিল ইডি। এদিন সাড়ে ১১টার কিছুটা আগেই হাজিরা দিলেন তৃণমূল নেত্রী। সিজিও কমপ্লেক্সে ঢোকার আগে তিনি এও বলেন যে তদন্তে ১০০ শতাংশ সাহায্য করবেন তিনি।

গত এক বছরে নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক শাসক দলের নেতানেত্রীদের নাম জড়িয়েছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই মামলায় বর্তমানে জেলবন্দি। নাম জড়িয়েছে শিক্ষা দফতরের একাধিক আধিকারিকের। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরেই তদন্তে উঠে এসেছে সায়নীর নাম।

সূত্রের খবর, কুন্তলের সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে তদন্ত করার সময়ই অভিনেত্রীর সঙ্গে যোগসূত্রের বিষয়টি উঠে এসেছে বলে দাবী ইডি-র। কয়েকটি সম্পত্তি কেনাবেচার ঘটনায় তৃণমূলের যুবনেত্রীর নাম জড়িয়েছে বলে জানা গেছে। আগামীকাল, শুক্রবার বেলা ১১ টায় বেশ কিছু নথি নিয়ে সায়নীকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত, কুন্তলের সঙ্গে তাঁর কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না, তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা।

জানা গিয়েছে, সায়নীকে প্রশ্ন করার জন্য হাজির হয়েছেন দুঁদে ইডি আধিকারিক। প্রশ্নমালা নিয়ে প্রস্তুত ইডি। এখন সকলের মনে একটাই প্রশ্ন, তৃণমূল নেত্রী কী গ্রেফতার হবেন আজ?

Back to top button
%d bloggers like this: