প্রচারের তালিকায় ছিল নাম, কিন্তু তা সত্ত্বেও বিশেষ কারণ দেখিয়ে কাটোয়ার প্রচারে গেলেন না সায়নী, দলকে এড়িয়ে চলছেন নেত্রী?

ইডির তলবে সাড়া দিয়েছিলেন তিনি। হাজির হয়েছিলেন সিজিও কমপ্লেক্সে। সেই রেশ কাটিয়ে ফের পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ঝাঁপিয়ে পড়ার কথা ছিল তাঁর। নামও ছিল তালিকায়। কিন্তু আজ, মঙ্গলবার কাটোয়ায় নির্বাচনী প্রচারে গেলেন না সায়নী ঘোষ। কিন্তু কেন এমনটা করলেন তৃণমূল নেত্রী? তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র নজরে পড়েন অভিনেত্রী তথা তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করলে গত শুক্রবার হাজিরাও দেন তিনি। প্রায় ১১ ঘণ্টা ধরে চলে ম্যারাথন জেরা। নথিপত্র পেশ করে মাথা ঠাণ্ডা রেখে তদন্তকারীদের সহযোগিতা করেছেন, তেমনটাই দাবী করেছিলেন সায়নী।
৫ই জুলাই ফের তাঁকে কিছু নথিপত্র নিয়ে তলব করেছে ইডি। এর আগের দিন অর্থাৎ আজ, মঙ্গলবার কাটোয়ায় নির্বাচনী প্রচারে যাওয়ার কথা ছিল সায়নীর। কিন্তু জানা যাচ্ছে, সেই প্রচারে যাচ্ছেন না তিনি। কাটোয়া ১ ও ২ নম্বর ব্লকের প্রচার বাতিল করেছেন সায়নী। ঘনিষ্ঠ সূত্রে খবর, সায়নীর মা অসুস্থ। সেই কারণেই কলকাতার বাইরে যেতে চাইছেন না তিনি। দলকে একথা জানিয়েছেন নেত্রী।
আগামীকাল, বুধবার ফের সায়নীকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর আয়ের উৎস ও আর্থিক লেনদেন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেই সংক্রান্তই কিছু নথি তলব করেছে ইডি। তবে আজ মায়ের অসুস্থতার কারণে তিনি প্রচারে যান নি, তাই আগামীকাল তিনি আদৌ ইডি-র দফতরে হাজিরা দেবেন কী না, তা নিয়ে উঠেছে প্রশ্ন।