‘দলের কিছু লোকের জন্য দল বদনাম হচ্ছে, তাই পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দিয়েছি’, তৃণমূলের হয়ে সাফাই সৌগত রায়ের

বর্তমানে নানান দুর্নীতির অভিযোগে জর্জরিত তৃণমূল (TMC)। প্রভাবশালী নেতাদের গ্রেফতারির জেরে বেশ কোণঠাসা হতে হয়েছে তৃণমূলকে। এবার দলের হতে সাফাই দিয়ে বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) বলেন যে দলের কিছু লোকের জন্যই দল বদনাম হচ্ছে। তিনি এও জানান যে দল এখন একটু কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।
নানান দুর্নীতির অভিযোগে নানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে তদন্ত করছে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল। এর প্রভাব যে দলের উপর পড়েছে, তা বলাই বাহুল্য। এই প্রসঙ্গে এবার আজ, সোমবার পানিহাটির এক জনসভা থেকে সৌগত রায় বলেন, “দলের কিছু লোকের খারাপ কাজের জন্য দল বদনামের ভাগী হচ্ছে”।
এই জনসভা থেকে সৌগত রায় এও জানান যে দল মুখ বুজে কিছু লোকের এই ‘খারাপ কাজ’ মেনে নেয়নি। তাঁর কথায়, “যাঁরা খারাপ কাজ করেছে, যেমন পার্থ চট্টোপাধ্যায়, তাঁকে দল সরিয়ে দিয়েছে”। ওয়াকিবহাল মহলের মতে, এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও বিরোধীদের চাপে তৃণমূল যেভাবে কোণঠাসা হয়েছে, সেই কারণেই সেই ড্যামেজ কন্ট্রোল করতেই এহেন মন্তব্য রেখেছেন তৃণমূল সাংসদ।
উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতিতে আপাতত জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে, গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। একদিকে পার্থর ঘটনার পর দল যেমন তাঁকে নানা পদ থেকে বহিষ্কার করেছে, তেমনই অন্যদিকে আবার অনুব্রত গ্রেফতার হওয়ার পর তাঁকে সমর্থন করে তাঁর পাশে দাঁড়াতে দেখা গিয়েছে খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এরপরও সৌগত রায়ের বক্তব্য, “দলের কিছু লোক খারাপ কাজ করেছেন। তাঁদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, আমরা ব্যবস্থা নেব”। এর পাশাপাশি সৌগত রায় এও মনে করিয়ে দিয়েছেন, “ তৃণমূল কংগ্রেসের ৯৫ শতাংশ কর্মী সৎ এবং নিষ্ঠাবান। তাঁরা মানুষের জন্য কাজ করেন”।