রাজ্য

মরণফাঁদ স্কুলের মধ্যেই, খসে পড়ছে সিলিংয়ের ছাদ, মিড ডে মিল চলাকালীনই ঘটে গেল বড়সড় বিপত্তি

ক্রমেই একটু একটু করে খসে খসে পড়ছে সিলিংয়ের প্লাস্টার। স্কুলবাড়ির দেওয়াল থেকে ছাদ, সবকিছুই ভেঙে চৌচির। যে কোনও সময় ঘটে যেতে পারে বড় কোনও বিপদ। আশঙ্কার জেরে ছেলেমেয়েদের এখন স্কুলে পাঠাতেই ভয় পাচ্ছেন অভিভাবকরা। এমনই আতঙ্কের ঘটনা ঘটল পাত্রসায়র বালসী ২ গ্রাম পঞ্চায়েতের পানপুকুর প্রাথমিক বিদ্যালয়ে।

এই স্কুলটি প্রতিষ্ঠা হয় ১৯৩৮ সালে। পাকা স্কুলবাড়ি তৈরি হয় প্রায় ৫০ বছর আগে। প্রি-প্রাইমারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পঠনপাঠনের ব্যবস্থা রয়েছে। বর্তমানে ওই স্কুলে মোট ১১১ জন পড়ুয়া পাঠরত। গ্রামবাসীরা জানিয়েছেন, কিছুদিন আগে স্কুলের মিড ডে মিল চলাকালীন স্কুলের ছাদ খসে পড়ে। সেদিন বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় পড়ুয়ারা।

এই ঘটনাকে কেন্দ্র করেই নিরাপত্তাহীনতার অভিযোগ তোলেন অভিভাবকরা। প্রতিবাদের জেরে গত শুক্রবার স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাদের দাবী, যতদিন না পর্যন্ত স্কুলবাড়ি সংস্কার করা হয়, ততদিন তারা তাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাবেন না।

অভিভাবকদের এই দাবী যে ন্যায়সঙ্গত, তা মেনে নিয়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষক। নিরাপত্তার খাতিরে আপাতত বন্ধ রাখা হয়েছে স্কুল।

Back to top button
%d bloggers like this: