কখনও খোলা মাঠে বা আবার কখনও বাড়ির পিছনে, মুর্শিদাবাদের একাধিক জায়গা থেকে উদ্ধার ব্যাগভর্তি বোমা, পঞ্চায়েত ভোটের আগে আতঙ্ক তৈরির চেষ্টা?

আগে রানিনগর, বেলডাঙা আর এবার হরিহরপাড়া ও রেজিনগর। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার মুর্শিদাবাদে। সব জায়গাতেই উদ্ধার হয়েছে ব্যাগভর্তি বোমা। এই ঘটনার জেরে প্রবল আতঙ্ক ছড়িয়েছে মুর্শিদাবাদের নানান এলাকায়।
প্রথম ঘটনাটি ঘটেছে হরিহরপাড়ার। সেখানে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয় বলে খবর। জানা গিয়েছে, আজ, রবিবার সকালবেলা মাঠে কাজ করতে যাওয়ার সময় কৃষকদের নজরে আসে ওই ব্যাগটি। তারা দেখেন ব্যাগের ভিতর বোমা ভর্তি।
দ্রুত খবর দেওয়া হয় হরিহরপাড়া থানার তাজপুর পুলিশ ফাঁড়িতে। সূত্রের খবর, পুলিশ এসেই ঘটনাস্থল ঘিরে ফেলে। শুধু পুলিশ নয়, বোমাগুলি উদ্ধারের পাশাপাশি সেগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় বম্ব স্কোয়্যাডকেও। কে বা কারা, কেন এই বোমা মজুত করেছিল তা জানতে তদন্তে শুরু করেছে পুলিশ।
এছাড়াও, আজই সকালে আবার রেজিনগর থেকে উদ্ধার হয় এক ব্যাগ বোমা। স্থানীয় সূত্রের খবর, রেজিনগর থানার নাজিরপুর মধুপুরের একটি বাড়ির পিছন থেকে উদ্ধার হয়েছে এক ব্যাগ ভর্তি বোমা। এই বাড়ির মালিক জানান, তিনি পঞ্চায়েত ভোটে কংগ্রেসের হয়ে লড়ছেন। তাঁর মনোনয়ন তুলে নেওয়ার জন্য তৃণমূলের তরফে হুমকি দেওয়া হয় তাঁকে। কিন্তু তিনি তা করেন নি। সেই কারণে মিথ্যে মামলায় ফাঁসানোর জন্যই তৃণমূলের লোকজন এই কাণ্ড ঘটিয়েছে বলে দাবী বাড়ির মালিকের।
তবে তৃণমূলের তরফে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তৃণমূল ব্লক সভাপতির কথায়, “ওই অঞ্চলে ১০টি সিট রয়েছে। আমাদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। সুতরাং পঞ্চায়েত আমরা পেয়ে গিয়েছি। আসলে সিপিএম আর কংগ্রেস মিলে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে”।
বলে রাখি, গতকাল, শনিবার সকাল থেকে রানিনগরে বোমাবাজির ঘটনা ঘটে। কিছু সময় পর আবার বেলডাঙা থেকেও সেই একই খবর মেলে। সেখানে ফাঁকা মাঠে বোমা বাঁধতে গিয়ে প্রাণ হারান হালিম বিশ্বাস নামে এক ব্যক্তি। পঞ্চায়েত নির্বাচনের আগে এত বোমা উদ্ধারের ঘটনায় বেশ আতঙ্কিত মুর্শিদাবাদের বাসিন্দারা।