রাজ্য

ফের দুর্ভোগ যাত্রীদের! দেশজুড়ে বাতিল ৩০০ ট্রেন, হাওড়া-শিয়ালদহ শাখায় বাতিল একাধিক ট্রেন, দেখে নিন তালিকা

আজ, বুধবার দেশজুড়ে ফের বাতিল হয়েছে ৩০০টি ট্রেন। এই তালিকায় রয়েছে একাধিক এক্সপ্রেস ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন ও লোকাল ট্রেন। হাওড়া-শিয়ালদহ শাখাতেও বাতিল হয়েছে একাধিক ট্রেন। এর জেরে যে ফের নিত্যযাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হবে, তা বলাই বাহুল্য।

যে স্পেশাল ট্রেনগুলি বাতিল হয়েছে, সেগুলি হল-

  • ০০৪০২ নয়াদিল্লি-গুয়াহাটি স্পেশাল ট্রেন
  • ০২৫১৮ গুয়াহাটি-কলকাতা টার্মিনাল
  • ০৩০৮৫ আজিমগঞ্জ-নৈহাটি মেমু স্পেশাল
  • ০৩০৮৬ নৈহাটি-আজিমগঞ্জ মেমু স্পেশাল
  • ০৩৫৯২ আসানসোল জংশন-বোকারো স্টিল সিটি মেমু প্যাসেঞ্জার স্পেশাল
  • ১২৩১৭ কলকাতা টার্মিনাল-অমৃতসর জংশন দ্বিসাপ্তাহিক এক্সপ্রেস
  • ১২৩৬৯ হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস
  • ১২৫০৫ কানমাখ্যা-আনন্দবিহার টার্মিনাল নর্থইস্ট এক্সপ্রেস

শিয়ালদহ শাখায় বাতিল হওয়া ট্রেনগুলি হল-

  • ১২৯৮৭ শিয়ালদা­-আজমের এক্সপ্রেস
  • ৩১৪১১ শিয়ালদা-নৈহাটি লোকাল
  • ৩১৪১৪ নৈহাটি-শিয়ালদা লোকাল
  • ৩১৭১২ নৈহাটি-রানাঘাট লোকাল
  • ৩১৭১২ রানাঘাট-নৈহাটি জংশন লোকাল
  • ৩৩৮৫৬ বনগাঁ-শিয়ালদা লোকাল
  • ৩৩৮৬৩ শিয়ালদা-বনগাঁ লোকাল

হাওড়া শাখায় যে ট্রেনগুলি বাতিল হয়েছে, সেগুলি হল-

  • ৬০৩১, ৩৬০৩৩, ৩৬০৩৫, ৩৬০৩৭ হাওড়া-চন্দনপুর লোকাল
  • ৩৬০৩২, ৩৬০৩৪, ৩৬০৩৬, ৩৬০৩৮চন্দনপুর-হাওড়া লোকাল
  • ৩৬০১১ হাওড়া-বারুইপাড়া লোকাল
  • ৩৬০১২ হাওড়া-বারুইপাড়া লোকাল
  • ৩৬৮১১, ৩৬৮১৩, ৩৬৮২৭, হাওড়া-বর্ধমান কর্ড লোকাল
  • ৩৬৮১২, ৩৬৮১৪, ৩৬৮৪০ বর্ধমান কর্ড-হাওড়া লোকাল
  • ৩৭৩১৯, ৩৭৩২৭, ৩৭৩৪৩ হাওড়া-তারকেশ্বর লোকাল
  • ৩৭৩৩০, ৩৭৩৩৮, ৩৭৩৪৮ তারকেশ্বর-হাওড়া
  • ৩৮৯২৩ হাওড়া-আমতা লোকাল
  • ৩৮৯২৪ আমতা-হাওড়া লোকাল

এছাড়াও, কুয়াশার কারণে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২২১৯৮ বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি-কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস বাতিল হয়েছে। ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত ২২১৯৭ কলকাতা-বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি সুপারফাস্ট এক্সপ্রেস, ১২৩১৭ কলকাতা-অমৃতসর এক্সপ্রেস এবং নয়াদিল্লি-মালদা টাউন এক্সপ্রেস বাতিল হয়েছে।

Back to top button
%d