রাজ্য

নন্দীগ্রামে আওয়াজ উঠেছে ভূমিপুত্রকে চাই! ভবানীপুরের থেকে দ্বিগুণ ভোটে নন্দীগ্রামে হারাব! মমতাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দু’র

আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা-শুভেন্দু দ্বৈরথ দেখা যেতে পারে।‌ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করে বিজেপি হাইকমান্ডকে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

আর আজ তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের দিন পাঁশকুড়ার জনসভা থেকে মমতাকে ওপেন চ্যালেঞ্জ দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

‘নন্দীগ্রামের মানুষ আওয়াজ তুলেছেন, মেদিনীপুরের ভূমিপত্রকে চাই’ বলে বক্তব্য রাখলেন তিনি।

আরও পড়ুনবিজেপির জালে মমতা! নন্দীগ্রামে শুভেন্দু, ভবানীপুরে বাবুল, চিন্তার ভাঁজ ঘাসফুলের কপালে 

সেইসঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামের প্রার্থী হওয়া নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, ভবানীপুরে নিজের আসন ছেড়ে, তিনি নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন। ভবানীপুরে আসনে হারার ভয়ে তিনি দাঁড়াননি বলেও শুভেন্দু অধিকারী কটাক্ষ করেন। তিনি বলেন, ভবানীপুরের থেকে দ্বিগুন ভোটে নন্দীগ্রামে হারবেন।

একইসঙ্গে দিনের বক্তব্যে নাম না করে সিপিএমকে‌ও টেনে আনেন শুভেন্দু। বলেন, ৪৪ বছর ধরে রাজ্যের সঙ্গে শুধু কেন্দ্রের সংঘাত হয়ে গিয়েছে। রাজ্যের কপালে শুধু বঞ্চনা জুটেছে। প্রতিবার রাজ্যের সঙ্গে কেন্দ্রের সরকার আলাদা দলের। কিন্তু এবার ডবল ডেকার সরকার গঠন করতে। কেন্দ্রে যে দলের সরকার, রাজ্যেও সে দলের সরকার হলে তা বাংলার জন্য‌ই ভালো। রাজ্যকে সোনার বাংলা গড়ার একটাই উপায়, বাংলাকে মোদীর হাতে তুলে দাও। এবারে ব্রিগেডে প্রধানমন্ত্রীকে বোঝাতে হবে রাজ্য এখন মোদীময়।

আরও পড়ুন–WB Election 2021: চমকে ভরা বিজেপির ব্রিগেড, ৭ই মার্চ বিজেপিতে যোগ দিতে পারেন শতাব্দী রায়!!

তবে এদিন আশ্বাসের বাণীও শোনান শুভেন্দু। বলেন, রোজভ্যালি, সারদা, আইকোরের মতো চিটফাণ্ড সংস্থায় টাকা রেখে সর্বস্বান্ত হওয়া মানুষদের ক্ষমতায় এলে টাকা ফেরত দেবে বিজেপি। 

Back to top button
%d bloggers like this: