রাজ্য

ক্ষমতায় এলেই চলতি বছরে হবে পঞ্চায়েত ভোট! জোরগলায় দাবি শুভেন্দু’র

বঙ্গ রাজনীতিতে এখন চলছে ভোটের তরজা। কিছুক্ষণ আগেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। তারপরেই আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে সিপিএম। ফলে রাজ্যে এখন বেশ হই হট্টগোল পরিস্থিতি।

এরমধ্যে আজ বিকালে পাঁশকুড়ার সভা ডেকে তুললেন বিজেপিতে যোগ দেওয়া একদা তৃণমূলের দাপুটে নেতা শুভেন্দু অধিকারী। ‌ তিনি বললেন, এই বছরে যদি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে তাহলে ডিসেম্বর মাসের মধ্যেই হবে পঞ্চায়েত ভোট। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে মানুষকে ভোট দিতে দেয়নি তৃণমূল। তাই আবার ভোট হবে ২০২১-এ।

এইদিন শুভেন্দু বলেন, তৃণমূলের অনেক নেতারাই ১০০ দিনের কাজের জব কার্ড কেড়ে নেওয়ার ভয় দেখাচ্ছেন কারণ তারা বলছেন যে বিজেপি ক্ষমতায় এলে কী হবে? পঞ্চায়েত তো তৃণমূলের হাতেই থাকবে। আমি বলছি যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই পঞ্চায়েত ভোট হবে। তার আগে হবে দলে দলে পদত্যাগ। ত্রিপুরায় দেখেননি?”

আরও পড়ুন – বন্দুক সহ এয়ারপোর্টে গ্রেফতার হয়েছিলেন এই তৃণমূলের নেতা, আজ তিনি প্রার্থী, শোরগোল রাজ্যজুড়ে!

এছাড়াও শুভেন্দু অধিকারী বিস্ফোরক দাবি করেছেন। তিনি জানিয়েছেন যে আজ থেকে তিন বছর আগের পঞ্চায়েত ভোটেবিরোধীদের মনোনয়ন রুখতে ৮ দিন ধরে সরকারি দফতর ঘিরে রেখেছিল তৃণমূল। কোথাও ভোট দিতে পারেনি সাধারণ মানুষ।

আরও পড়ুন – অভিমানে তৃণমূল পার্টি অফিস ভেঙে আগুন লাগালেন আরাবুল, দক্ষযজ্ঞ ভাঙড়ে!

যদিও তৃণমূল শুভেন্দু অধিকারীর বক্তব্যের পাল্টা কোন প্রতিক্রিয়া এখনো দেয়নি। তবে কথায় কথায় রাজনীতির লড়াই যে বেশ ঘোরালো হয়ে উঠছে এই কথা বেশ স্পষ্ট।

Back to top button
%d bloggers like this: