লুচি-আলুরদম থেকে পোলাও, এবারের পুজোয় স্পেশাল খাবার বন্দে ভারত এক্সপ্রেসে, আর কী কী থাকছে মেনুতে?

আর মাত্র তিনমাস। তারপরই ঢাকে কাঠি পড়বে। আসছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজোর সময় অনেকেই ছুটিতে বাইরে কোথাও ঘুরতে যান। এই বছর আবার প্রথমবার পুজোতে বন্দে ভারত চড়ার সুযোগ পাচ্ছে বঙ্গবাসী। সেই কারণে রাজ্যে বন্দে ভারতের তিনটি রুটে পুজো নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
পুজো স্পেশাল কী কী খাবার মিলবে বন্দে ভারতে?
জানা গিয়েছে, বন্দে ভারতের তিনটি রুটেই দুর্গাপুজোর সময় মিলবে পুজো স্পেশাল মেনু। থাকবে লুচি-আলুরদম থেকে শুরু করে বাসন্তী পোলাওয়ের মতো নানান লোভনীয় খাবার। আরও নানান বাঙালি পদ যোগ করার কথা ভাবছে রেল কর্তৃপক্ষ। তাছাড়া শেষ পাতে মিষ্টি দই বা রসগোল্লাও থাকার সম্ভাবনা রয়েছে।
এবছরই প্রথম দুর্গাপূজায় রাজ্যে চলবে বন্দে ভারত এক্সপ্রেস। সেই কারণে প্রথম দুর্গাপুজোতে বন্দে ভারতে যাত্রীদের সফর আরও একটু স্মরণীয় করে তোলার চেষ্টা করছেন রেলকর্তারা। জানা গিয়েছে, এক মাসের মধ্যেই এই মেনু চূড়ান্ত করে ফেলা হবে।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত হাওড়া-নিউ জলপাইগুড়ি, হাওড়া-পুরী ও নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে চলছে বন্দে ভারত এক্সপ্রেস। রেল সূত্রে খবর, এই তিন রুটেই যাত্রীরাই দুর্গাপুজোর সময় স্পেশাল মেনুর স্বাদ পাবেন।
প্রত্যেক বছরই দুর্গাপুজোর সময় পর্যটকদের সংখ্যা থাকে প্রচুর। এবছরও সেই চিত্রের বদল ঘটেনি। রেলের আসন দ্রুত ভর্তি হচ্ছে। পুজোর আগে যদি বাংলায় বন্দে ভারতের আরও কোনও রুটের উদ্বোধন হয়, তাহলে সেই রুটের যাত্রীরাও পুজোয় স্পেশাল মেনুর স্বাদ পাবেন, এমনটাই জানা গিয়েছে রেল কর্তৃপক্ষের তরফে।