অত্যন্ত কম দামে লঞ্চ হল JioBook ল্যাপটপ, অত্যাধুনিক ফিচার্সে ঠাসা এই ল্যাপটপ কোডিংয়ের জন্য উপযুক্ত

কম দামে ফোন লঞ্চ করে সকলকে চমকে দিয়েছিলেন মুকেশ আম্বানি। আমজনতা যারা বেশি দামের কারণে ইচ্ছা থাকলেও স্মার্টফোন কিনতে পারেন না, তাদের কথা মাথায় রেখেই খুবই কম দামের মধ্যে স্মার্টফোন লঞ্চ করেছে জিও। এবার পালা ল্যাপটপের। খুবই কম দামের মধ্যে এবার ল্যাপটপ আনল জিও। এদিন যে জিওবুক ল্যাপটপটি লঞ্চ করা হয়েছে তার দাম রাখা হয়েছে বেশ আকর্ষণীয়। পাশাপাশি এতে ১০০ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ দেওয়া হবে বলে জানিয়েছে জিও।
JioBook নিয়ে কী বলছে সংস্থা?
এই 2023 JioBook ল্যাপটপ নিয়ে আসা হয়েছে মূলত পড়ুয়া, কোডার এবং নিজস্ব কোম্পানি খুলছেন এমন মানুষজন বা ট্রেডিংয়ের জগতে আসছেন এমন লোকজনের জন্য। এই সম্পর্কে রিলায়েন্স রিটেলের এক মুখপাত্র বলছেন, “এক্কেবারে নতুন JioBook হল আমাদের সর্বশেষ অফার যা সব বয়সের শিক্ষার্থীদের জন্য এর উন্নত বৈশিষ্ট্য এবং নিরবচ্ছিন্ন সংযোগের বিকল্পগুলির সঙ্গে অফার করে। আমরা বিশ্বাস করি, JioBook মানুষের শেখার পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে, জ্ঞানার্জন এবং দক্ষতা উন্নয়নের নতুন সুযোগ খুলে দেবে”।
কী কী ফিচার্স রয়েছে JioBook-এ?
- এই JioBook মূলত একটি এন্ট্রি-লেভেল ল্যাপটপ যা ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে। তারা ছাড়াও অফিস কর্মচারীরাও বেসিক কাজের জন্য এটি ব্যবহার করতে পারেন।
- ১১.৬ ইঞ্চির একটি অ্যান্টি-গ্লেয়ার এইচডি ডিসপ্লে রয়েছে এতে, যা JioOS অর্থাৎ রিলায়েন্স জিও-র নিজস্ব অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে।
- পাওয়ারের জন্য এই নতুন JioBook ল্যাপটপে রয়েছে 2GHz অক্টা-কোর প্রসেসর।
- এই ডিভাইসে ৪ জিবি এবং ৬৪ জিবি স্টোরেজের সঙ্গে। এই স্টোরেজ আবার 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে।
- কানেক্টিভিটি অপশনের দিক থেকে মাল্টি-জেসচার ট্র্যাকপ্যাড এবং ইন-বিল্ট USB/HDMI পোর্ট রয়েছে এতে।
- ডিজিবক্সে এতে ১০০ জিবি ক্লাউড স্টোরেজও পাওয়া যাবে যার মেয়াদ এক বছর।
- এই ল্যাপটপের সঙ্গে ১২ মাসের জন্য কুইক হিল সিকিউরিটি এবং পেরেন্টাল কন্ট্রোল সুবিধা দেওয়া হয়েছে।
- এই ল্যাপটপটি একটি কোডিং রেডি মডেল, যা C/C++, Java, Python, এবং Pearl এর মতো একাধিক কোডিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে।
কত দাম এই ডিভাইসের?
এই ল্যাপটপের দাম রাখা হয়েছে ১৬,৯৯৯ টাকা। কেনা যাবে অনলাইন, অফলাইন দু জায়গা থেকেই। আজ মাঝরাত থেকে শুরু প্রি-বুকিং। অনলাইনে আগামী ৫ অগাস্ট থেকে ই-কমার্স সাইট অ্যামাজনে শুরু হবে সেল। জানা গিয়েছে, অন্যান্য প্ল্যাটফর্ম যেমন জিও মার্ট এবং রিলায়েন্স ডিজিটাল থেকেও কেনা যাবে এই ডিভাইসটি।