রাজ্য

পঞ্চায়েত নির্বাচনে নিচুতলায় বাম-রাম জোটে সায় বিজেপির, বিধায়কদের দলত্যাগ নিয়ে রাজ্য নেতৃত্বকে কড়া বার্তা নাড্ডারঃ সূত্র

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election )। নির্বাচনে নিজেদের জমি ধরে রাখতে ও তৃণমূলকে (TMC) পর্যুদস্ত করতে এবার বামেদের সঙ্গে অঘোষিত জোট বাঁধতে চলেছে বিজেপি। বিজেপি সূত্রে খবর, গতকাল, শনিবার রাতে কলকাতার নিউ টাউনে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (J P Nadda) সঙ্গে বঙ্গ বিজেপি নেতাদের কোর কমিটির বৈঠকে এই অঘোষিত জোটকে অনুমোদন দেওয়া হয়েছে। তবে এদিন একের পর এক বিধায়কদের দলত্যাগের ঘটনায় নাড্ডা বঙ্গ বিজেপি (Bengal BJP) নেতৃত্বকে বেশ কড়া বার্তা দিয়েছেন বলে জানা গিয়েছে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

এদিন দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে বৈঠকের পর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “বর্তমান সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। প্রায় সব জায়গাতেই প্রার্থী দেব। যেখানে প্রার্থী দেব না, সেখানে কেন দেব না সেটা পরে বুঝতে পারবেন”। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সুকান্তর এই বক্তব্য থেকে বেশ স্পষ্ট যে যেসমস্ত জায়গায় বামেরা শক্তিশালী, বিজেপি সেখানে প্রার্থী দেবে না। অর্থাৎ, পঞ্চায়েত ভোটেও যে রাম-বাম আঁতাত থাকবে, সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছে।

যদিও এর আগে নানান সমবায় নির্বাচনে বাম ও বিজেপি জোট বেঁধেছিল বটে। সেই সময় বামনেতারা অবশ্য জানিয়েছিলেন যে তারা এই জোটকে সমর্থন করেন না। এও বলা হয়ে যে কোনও নেতা যদি এমন জোট করেন, তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। বিজেপির এই সিদ্ধান্তের পর বামেদের অবস্থান এবার কী হয়, এখন সেটাই দেখার।

জানা গিয়েছে, এদিনের এই কোর কমিটির বৈঠকে মুষ্টিমেয় কিছু সদস্য উপস্থিত ছিলেন। সুকান্ত মজুমদার ছাড়াও বৈঠকে যোগ দেন লকেট চট্টোপাধ্যায়, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য, জ্যোতির্ময় মাহাতো-সহ অন্যান্যরা। এই বৈঠকে ছিলেন না শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ। সূত্রের খবর, এদিনের এই বৈঠকে বিধায়কদের দলত্যাগ থেকে শুরু করে বুথ কমিটি তৈরি না হওয়া, এমন নানান বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন জেপি নাড্ডা।

আজ, রবিবার শুভেন্দুর গড়ে সভা রয়েছে নাড্ডার। তবে সেখানে থাকবেন না শুভেন্দু। সুকান্তর কথায়, ভোট প্রচারের জন্য শুভেন্দু ত্রিপুরা যাচ্ছেন তাও সভায় উপস্থিত থাকতে পারবেন না। এই বিষয়ে শুভেন্দু বলেন, “আমি ডিসিপ্লিন পার্টি করি। আমাদের পার্টি ব্যক্তিবিশেষ নয়। আমার কাল ৫টি অনুষ্ঠান আছে। পার্টি যেখানে পাঠাবে সেখানে যাব। ত্রিপুরা আমাদের জন্যে প্রধান লক্ষ্য। এরপর প্রধানমন্ত্রীর সভা আছে”।

সদ্যই বিজেপি ছেড়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। গতকালের বিজেপির কোর কমিটির বৈঠকে এই বিষয় নিয়ে আলোচনা হয়। নিচুতলার সংগঠনের বেহাল দশা নিয়ে জেপি নাড্ডাকে কোনও ঠিকঠাক উত্তর দিতে পারেন নি বঙ্গ নেতারা, এমনটাই সূত্রের খবর।

Back to top button
%d bloggers like this: