রাজ্য

‘তৃণমূল আগে মদন-ফিরহাদদের সঙ্গে খেলুক, বিজেপির সঙ্গে খেলতে দম লাগে’, অভিষেকের ‘খেলা শেষ করব’ মন্তব্যে কটাক্ষ সুকান্তর

সামনেই পঞ্চায়েত নির্বাচন। এর আগে সমস্ত রাজনৈতিক দলগুলিই নিজেদ্রে ঘাঁটি শক্ত করার চেষ্টায় রয়েছে। আর এমন সময়ই মাঝেমধ্যেই বেসুরো মন্তব্য শোনা যাচ্ছে তৃণমূলের নানান নেতার তরফে। কখনও মদন মিত্র তো কখনও আবার অর্জুন সিংয়ের মন্তব্য নিয়ে চর্চা চলছে। এমন আবহে এবার তৃণমূলকে একহাত নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন তৃণমূল নিজের নেতাদের নিয়ন্ত্রণ করতে পারছে না।

গতকাল, শুক্রবার গড় শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা ও কুড়মিদের বিক্ষোভের ঘটনার পর থেকেই বিজেপিকে আক্রমণ শুরু করেছেন অভিষেক। তাঁকে বলতে শোনা গিয়েছে, “আমি খেলা শেষ করব”। তাঁর সেই মন্তব্যের প্রেক্ষিতে এবার সুকান্ত মজুমদার বলেন, “বিজেপির সঙ্গে খেলতে গেলে অনেক দম থাকতে হয়। নিজের পার্টিতেই মদন ফিরহাদদের সঙ্গে আগে খেলুক। তাঁদের সঙ্গে খেলতে পারছেন না। পরে বিজেপির সঙ্গে খেলবেন”।

বলে রাখি, কিছুদিন আগেই এসএসকেএম রোগী ভর্তি করাতে না পেরে হাসপাতাল ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। আবার পার্কিং ফি নিয়ে কলকাতা পুরনিগমের মেয়র তথা তৃণমূলের পুরনো নেতা ফিরহাদের সঙ্গে দলের সংঘাতের ছবিও সামনে এসেছিল।

গতকালের ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবী, কুড়মি আন্দোলনের নামে বিজেপিই এই বিক্ষোভ দেখিয়েছে। সেই প্রসঙ্গে সুকান্তর জবাব, “তাঁরা নিজেরা আগে ঠিক করে নিন, কে হামলা করেছে। দায়টা কার ঘাড়ে দেবে। এদের স্বভাব নিজেরা করে লোকের ঘাড়ে দায় চাপানো”।  সুকান্তর দাবী, তৃণমূল চাইছে কুড়মি সম্প্রদায় এবং আদিবাসী সম্প্রদায়ের মধ্যে লড়াই করাতে।

শুক্রবারের ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, “কুড়মিদের আন্দোলনে জয় শ্রীরাম স্লোগান শোনা গিয়েছে”। সেই প্রসঙ্গে সুকান্ত বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জায়গায় জয় শ্রীরাম ধ্বনি শুনতে পান। একই সঙ্গে তিনি আরও বলেন, এ বিষয়ে তদন্ত হওয়া উচিত। হামলা হয়েছে না হামলা করানো হয়েছে। বিজেপি এখানে হামলা করেনি। মরা লোককে মারার কী আছে”?

Back to top button
%d bloggers like this: