‘হতাশা থেকেই এমন বলছেন, উনি আগে প্রমাণ করে দেখান ওই টাকা বিজেপির কাছে যাচ্ছিল’, টাকা উদ্ধারের ঘটনায় মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। এমন আবহে কোনও রাজনৈতিক দলই একে অপরকে এক ইঞ্চি জমিও ছেড়ে দিতে রাজি নয়। একে অপরকে তোপ দাগা চলছেই। এরই মধ্যে জলপাইগুড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় বিজেপিকে (BJP) আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার এর পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
প্রসঙ্গত, গতকাল, রবিবার দুপুরে বানারহাট থানার অন্তর্গত বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ খবর পায় যে গোপন সূত্রে টাকা পাচার হবে। জানা যায় যে ধূপগুড়ির দিক থেকে এশিয়ান হাইওয়ে ৪৮ হয়ে একটি ছোট গাড়িতে বিপুল পরিমাণ টাকা নিয়ে তেলিপাড়ার দিকে আসছেন কয়েকজন ব্যক্তি। ই খবর পাওয়ার পরই বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ তেলিপাড়ায় নাকা চেকিং শুরু করে।
পুলিশ তল্লাশি চালাতে গিয়ে একটি কালো রংয়ের ছোট গাড়ি আটক করে। ওই গাড়িতে ৫ জন ব্যক্তি ছিল বলে খবর। পুলিশের নজর যায় গাড়িতে থাকা অতিরিক্ত টায়ারের দিকে। তা দেখে সন্দেহ হয় পুলিশের। সেই গাড়িটি আটক করে বানারহাট থানায় নিয়ে যায় পুলিশ। টায়ার খুলতেই তা থেকে উদ্ধার হয় ৯৪টি টাকার বান্ডিল। মোট ৯৩ লক্ষ ৮৩ হাজার টাকা ছিল বলে জানা গিয়েছে।
এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই বিপুল টাকা উদ্ধারের ঘটনায় বিজেপিকে তোপ দেগেছিলেনরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এই টাকা বিজেপির জন্য এসেছিল। কেন্দ্রীয় সুরক্ষা বলয়ের আড়ালে গুন্ডা ও টাকা আসছে! মানি, গুনস অ্যান্ড গানস ফর বিজেপি”।
মমতার এহেন মন্তব্যের পাল্টাই দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংবাদমাধ্যমে তিনি বলেন, “উনি প্রমাণ করে দেখান যে ওই টাকা বিজেপির কাছে যাচ্ছিল। সাম্প্রতিককালে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ আমার বিরুদ্ধে এত মামলা করেছে তার একটিও আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি”।
এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “রাজনৈতিক হতাশা থেকেই একথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়”। তবে রাজ্য থেকে ভিনরাজ্যের গাড়িতে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় বেশ শোরগোল পড়েছে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে।