রাজ্য

পঞ্চায়েত নির্বাচনের আগে বড় ধাক্কা খেল তৃণমূল, ঘাসফুল ছেড়ে পদ্মফুলে যোগ দিলেন পঞ্চায়েত প্রধান-সহ শতাধিক কর্মী

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। তা নিয়ে এখন সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যে উত্তেজনা তুঙ্গে। সকলেই শুরু করে দিয়েছে প্রস্তুতি। তবে এবার ভোটের আগেই বেশ অস্বস্তি বাড়ল ঘাসফুল শিবিরের। বানারহাট ব্লকের শালবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কালিপদ রায় (Kalipada Roy) ও আরও ১০০ জন কর্মী তৃণমূল (TMC) ছেড়ে যোগ দিলেন বিজেপিতে (BJP)।

গতকাল, সোমবার জলপাইগুড়ি জেলা বিজেপি কার্যালয়ে বিধানসভার বিজেপি চিপ হুইপ মনোজ টিগ্‌গার উপস্থিতিতে হয় এক যোগদান অনুষ্ঠান। এদিন প্রধান কালিপদ রায়ের হাতে গেরুয়া পতাকা তুলে দেন মনোজ টিগ্‌গা ও বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী।

বাপি গোস্বামী বলেন, “তৃনমূলের যা পরিস্থিতি তাতে ওই দলে কোন ভদ্র লোক থাকতে পারেন না। তাই ওই পার্টি ত্যাগ করে সাধারন মানুষের স্বার্থে এবং উন্নয়নের স্বার্থে কালিপদ রায় তার লোকজনদের নিয়ে বিজেপিতে যোগদান করলেন”।

প্রধান কালিপদ রায়ের কথায় তিনি দীর্ঘদিন ধরেই তৃণমূলে ছিলেন। ২০১১ থেকে ২০২০ পর্যন্ত অঞ্চল সভাপতির পদও সামলেছেন তিনি। এছাড়াও ধূপগুড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। কিন্তু বর্তমানে তৃণমূল দলের মধ্যে যা চলছে তাতে সুস্থ অবস্থায় ওই কেউ দল করতে পারবে না বলে দাবী কালিপদ রায়ের। এই কারণেই তিনি পদ্ম শিবিরে যোগ দিলেন বলে জানান।

অন্যদিকে আবার জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চ্যাটার্জী কালিপদ রায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন। তাঁর কথায়, “কালিপদ দীর্ঘ প্রায় ১ বছর ধরে পঞ্চায়েতে যেতেন না। ওটা বাটপার প্রধান ছিল। এতে আমাদের দলের কোনও সমস্যা হবেনা”। তবে ঠিক পঞ্চায়েত নির্বাচনের আগে এতজন তৃণমূল নেতা-কর্মী বিরোধী শিবিরে যোগ দেওয়ায় শাসক দলের অস্বস্তি যে বাড়বে, তা বলাই বাহুল্য।

Back to top button
%d bloggers like this: