রাজ্য

একেবারে নিশ্চিত, নন্দীগ্রামে জয়ের হাসি ফুটবে এই প্রার্থীর!

সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ। ইতিউতি খবর আসছে হিংসাত্মক কার্যকলাপের। নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর গাড়িও ভাঙচুর করা হয়েছে। সব মিলিয়ে এবার সত্যিই খেলা হচ্ছে পশ্চিমবঙ্গে।

এর মাঝেই ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে বিজেপি নেতার কাছে অনুরোধ করতে শোনা যাচ্ছে তাকে জিতিয়ে দেওয়ার জন্য। এই খবরের রেশ মেলাতে না মেলাতেই কলকাতা টিভির সমীক্ষায় উঠে এলো চমকপ্রদ তথ্য।

কলকাতা টিভির সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে নন্দীগ্রামে জয়লাভ করতে চলেছেন শুভেন্দু অধিকারী। তিনি পেতে পারেন ৪৮.৩ শতাংশ ভোট। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ৪৫.১ শতাংশ ভোট পেয়ে হবেন দ্বিতীয়।

আরও পড়ুন – বিজেপির হয়ে মাঠে নামছেন মহারাজ? নতুন তথ্য জানালেন বিজেপি’র বর্ষীয়ান নেতা

একসময় নন্দীগ্রাম বামেদের গড় ছিল। তারপর জমি আন্দোলন ঘিরে প্রেক্ষাপট বদলায়। এইবারের বাম প্রার্থী অন্যতম তরুণ মুখ মীনাক্ষী মজুমদার এই সমীক্ষায় প্রাপ্ত তথ্য অনুযায়ী পাবেন ৪.৮ শতাংশ ভোট। অর্থাৎ এবারও বামেরা নন্দীগ্রাম ছাড়া হতে চলেছে।

আরও পড়ুন – “নন্দীগ্রামে জিতিয়ে দিতে হবে”, বিজেপি নেতাকে ফোনে আবদার মমতার!

এই সমীক্ষা কতটা সত্যি হবে তা বোঝা যাবে ২রা মে। বাংলায় এবার কোন ফুল ফুটতে চলেছে তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বাংলা।

Back to top button
%d