রাজ্য

‘নির্লজ্জ সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী, সংখ্যালঘুদের শুধু ভোটব্যাঙ্ক বলে মনে করেন, ঈদের উৎসবকে বিষিয়ে দিয়েছেন’, মমতাকে বেলাগাম তোপ শুভেন্দুর

গতকাল, শনিবার দেশজুড়ে পালিত হয়েছে খুশির ঈদ। রাজ্যেও ছিল খুশির আমেজ। এদিন রেড রোড থেকে সকলকে ঈদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঈদের মঞ্চ থেকেই শুধুমাত্র শুভেচ্ছা বার্তা জানানোই নয়, এনআরসি থেকে শুরু করে সংখ্যালঘু ভোট নানান বিষয় নিয়ে বিজেপিকেও আক্রমণ করেন মমতা। এবার তাঁর সেই মন্তব্যের পাল্টা কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর কথায়, মমতা পবিত্র ঈদের উৎসবকে বিষিয়ে দিয়েছেন এমন নানান ইস্যু নিয়ে মন্তব্য করে। শনিবারই টুইট করে মমতাকে তোপ দাগেন তিনি। টুইটে তিনি লেখেন, “নির্লজ্জ সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী। মুসলিম সম্প্রদায়কে ঈদলফেতরের শুভেচ্ছা জানানোর এটা একটা পদ্ধতি হল”?

শুভেন্দুর সমালোচনা, “তাদের প্রতি আপনার কি একটুও শ্রদ্ধা আছে? নাকি আপনি তাদের শুধু আপনার ভোটব্যাঙ্ক বলে মনে করেন? আপনি সকালেই তাদের উৎসবকে বিষিয়ে তুলেছেন। শীঘ্রই বা পরে আপনাকে রাজনীতির এই সাম্প্রদায়িক ব্র্যান্ডের জন্য একটি ভারী মূল্য চোকাতে হবে। বিজেপি মানে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বি ও সবকা প্রয়াস”।

তাঁর সংযোজন, “আপনি সবকো ভরকাও, সবকো উকসাও, সবকো লারাও অর সবকো উলঝাও এর পক্ষে দাঁড়ান। যাতে তারা আপনার অদক্ষতা, উন্নয়নের অভাব, কর্মসংস্থানের সুযোগের অভাব এবং অস্তিত্বহীন আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন না তোলে”।

শুভেন্দুর এই টুইটের আবার পাল্টা দেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়, বিজেপি আর্থিক নীতি ব্যর্থ। মমতাকে প্রথমে ফুফা, বেগম বলে বিজেপিই ধর্মীয় উস্কানি দিয়েছে। কুণালের বক্তব্য, তৃণমূল সব ধর্মকেই সমান চোখে দেখে। সেই কারণে রেড রোডে যেমন দুর্গাপুজোর কার্নিভাল করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনই আবার সেই রেড রোডেই ঈদের নমাজেও যান তিনি।

Back to top button
%d bloggers like this: