‘কর্মীরা গুলি খাবে আর নেতারা ফিশফ্রাই, বাংলায় কুস্তি আর বেঙ্গালুরুতে দোস্তি’, বিরোধী জোট নিয়ে কটাক্ষ শুভেন্দুর

২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে রুখতে জোটবদ্ধ হয়েছে বিরোধীরা। আজ, মঙ্গলবার বেঙ্গালুরুতে রয়েছে মেগা বৈঠক। সেই মেগা বৈঠক নিয়েই এবার তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, “বাংলায় কুস্তি আর বেঙ্গালুরুতে দোস্তি’।
আগামী বছরই লোকসভা নির্বাচন। এখন সমস্ত রাজনৈতিক দলের নজর সেদিকেই। মোদীকে গদিচ্যুত করতে এবার বিরোধী রাজনৈতিক দলগুলি এককাট্টা হয়েছে। সেই নিয়েই কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী।
কী বক্তব্য শুভেন্দুর?
পঞ্চায়েত ভোটের সময় তৃণমূলের হাতেই আক্রান্ত হয়েছেন বাম ও কংগ্রেসের একাধিক কর্মী-সমর্থক। প্রাণও গিয়েছে বহুজনের। এখনও আক্রান্ত অনেক মানুষ। আর এরই মধ্যে বেঙ্গালুরুতে সেই তৃণমূলের সঙ্গেই ‘দোস্তি’ করতে উপস্থিত বাম ও কংগ্রেসের নেতারা।
টুইটারে শুভেন্দু লেখেন, “বাংলায় কুস্তি বেঙ্গালুরুতে দোস্তি !!! কর্মীরা খাবে পেটো, গুলি, রড-লাঠি; আর নেতাদের বরাদ্দ মুচমুচে ফিশ ফ্রাই? কি রাজনীতি রে ভাই”। তিনি কটাক্ষ করে আরও লেখেন, “সিপিএম ও কংগ্রেস কর্মীদের জন্য দুঃখ হচ্ছে। নেতারাই ওদের পিছন থেকে ছুরি মারছেন”। শুভেন্দুর এই আক্রমণের পালটা দিয়েছে তৃণমূল। তৃণমূল সাংসদ শান্তনু সেন পাল্টা তোপ দেগেছেন। শুভেন্দু অধিকারীকে। এ প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করেন বামনেতা সুজন চক্রবর্তীও।
বাংলায় কুস্তি বেঙ্গালুরুতে দোস্তি !!!
কর্মীরা খাবে পেটো, গুলি, রড-লাঠি; আর নেতাদের বরাদ্দ মুচমুচে ফিশ ফ্রাই? কি রাজনীতি রে ভাই !
Opportunistic Coalition ignoring the dead bodies of the workers who laid down their lives in order to resist the tyranny of the Ruling Party of… pic.twitter.com/gBRdenNMH0
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 18, 2023
এদিকে আবার তৃণমূল ও কংগ্রেস জোট নিয়ে মোটেই খুশি নন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। তিনি টুইট করে লেখেন, “আট কংগ্রেস কর্মী তৃণমূলের হাতে খুন হয়েছে পঞ্চায়েত ভোটের আবহে। পুরনো ঘটনায় যাব না, তবে আমরা বাংলার জাতীয় কংগ্রেসের কর্মী, আমরাও আছি”।