রাজ্য

সিলই খোলা হয়নি ৩টি ব্যালট বক্সের, অথচ প্রকাশিত হয়ে গিয়েছে ভোটের ফলাফল, তুমুল উত্তেজনা ছড়াল মালদহে

গত মঙ্গলবার অর্থাৎ ১১ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। এর সাতদিন পর উদ্ধার হল সিল করা ব্যালট বাক্স। এক সপ্তাহ পর ঘটা এমন ঘটনায় স্বাভাবিকভাবেই বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদহের গাজোলে।  

ঘটনাটি কী ঘটে?

গাজল এইচএনএম হাইস্কুলে গাজল ব্লকের স্ট্রংরুম ও গণনাকেন্দ্র করা হয়েছিল। তারপর থেকে স্কুল বন্ধই ছিল। গতকাল, সোমবার স্কুল খুলে পরিষ্কার করার সময় একটি বন্ধ ঘরে প্লাস্টিক মোড়া অবস্থায় পড়ে রয়েছে তিনটি সিল করা ব্যালট বাক্স দেখতে পায় স্কুল কর্তৃপক্ষ। জনা গিয়েছে, ওই ব্যালট বাক্সগুলি গাজলের ২০৭ নম্বর বুথের।

এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ গিয়ে ওই ব্যালট বাক্সগুলি উদ্ধার করে। এই খবর পেয়ে ঘটনাস্থলে যান উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু। এই ঘটনায় তৃণমূলের সঙ্গে বিডিওর আঁতাতের অভিযোগ করেন তিনি।

এই ঘটনায় কী বলছে বিজেপি?

বিজেপি নেতৃত্বের মতে, “তিনটি ব্যালট বাক্স পাওয়া গিয়েছে। ভোটের দিন বুথ থেকে এখানে এসে রিসিভড হয়েছে। হয়তো স্টোর রুমে রিসিভ হয়নি। এই নিয়ে সেদিনই একটি হইচই হয়েছিল। কিন্তু সেটা আর খুঁজে পাওয়া যায়নি”। তিনি প্রশ্ন করেন, “হঠাৎ আজ কেন খুঁজে পাওয়া গেল? মনে হচ্ছে, কেউ সরিয়ে নিয়েছিল। ফের রেখে গিয়েছে। তা না হলে যেটা হারিয়ে গিয়েছিল, সেটা হঠাৎ করে কীভাবে পাওয়া গেল”।

তৃণমূলেরই বা কী বক্তব্য এই ঘটনায়?

শাসক দলের দাবী, “স্কুল কর্তৃপক্ষই বিডিও-র কাছে লিখিতভাবে জানিয়েছে। আমরাও জানতে পারি। এখানকার তিনটি বুথে রিপোল হয়েছে। কারণ যে তিনটি ব্যালট বাক্স পাওয়া গিয়েছে, মনে হচ্ছে, তার প্রেক্ষিতে ওই তিনটি বুথেই পুনর্নির্বাচন হয়ে গিয়েছে”।

Back to top button
%d bloggers like this: