আরও গরম বাড়ল কলকাতায়, কাঠফাটা রোদে হাঁসফাঁস করছে বঙ্গবাসী, তাপপ্রবাহের সতর্কতা রাজ্যে, বৃষ্টি কবে হবে?

এখনও খাতায়-কলমে অন্তত গ্রীষ্মকাল পড়ে নি কারণ বৈশাখ এখনও শুরু হয়নি। তবে চৈত্রের শেষ থেকেই গরম যেভাবে ব্যাটিং করা শুরু করে দিয়েছে, তাতেও আগামীদিনে যে কী হাল হতে চলেছে, তা ভেবেই কেঁপে উঠছে বঙ্গবাসী। এমনিতেই অনেক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি। আজ, মঙ্গলবার আরও বাড়ল গরম।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সোমবারের চেয়ে যা বেশ খানিকটা বেশি। এ ছাড়া, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এই তাপমাত্রা ৩ ডিগ্রি বেশি।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শহরে বৃষ্টির কোনও আশা নেই আপাতত। আগামী কয়েকদিনে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। রাজ্যের একাধিক জায়গায় ইতিমধ্যেই ৪০-এর কাঁটা ছুঁইছুঁই অবস্থা তাপমাত্রার। গত কয়েকদিন ধরে কলকাতাতেও তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩৬ থেকে ৩৮ ডিগ্রিতে।
সকাল থেকেই তেজ রোদের। আর বেলা বাড়লে তো রাস্তায় বেরোনোই দুষ্কর হয়ে উঠছে। বিকেল বা সন্ধ্যের দিকেও নেই স্বস্তি। রাতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশিই থাকছে। এর জেরে গরমের অস্বস্তিতে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর।
গতকাল, সোমবারই আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল যে আগামী কয়েক দিনে রাজ্যের নানান জেলায় আরও ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে। সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদের তাপ এড়ানোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। সদ্যোজাত, শিশু, বয়স্ক এবং অসুস্থ মানুষদের সাবধানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বাইরে বেরোলে অবশ্যই ছাতা, টুপি, রোদচশমা ব্যবহার করার কথা বলা হয়েছে।
কিছুদিন আগেই হাওয়া অফিসের তরফে জানানো হয়েছিল যে এই বছর এপ্রিল থেকে জুন পর্যন্ত নতুন নজির গড়তে পারে গরম। আর সেই ইঙ্গিত তো চৈত্র শেষ হওয়ার আগেই টের পাওয়া যাচ্ছে। বাংলা-সহ আর কিছু রাজ্যে তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে।