আরও বাড়বে তাপমাত্রা, কাঠফাটা গরমের মধ্যেই নতুন বছরকে স্বাগত জানাতে হবে বঙ্গবাসীকে, ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাও নেই

চৈত্রমাসের শেষের দিকে, এখনও বৈশাখ মাস পড়েই নি। আর এরই মধ্যে গরমের জেরে গলদঘর্ম অবস্থা বঙ্গবাসীর। গরম আর এই মুহূর্তে কমবে না বরং তা আরও বাড়বে। এখনই তাপমাত্রা প্রায় ৪০ ছুঁইছুঁই। এমন কাঠফাটা গরম ও তাপপ্রবাহের মধ্যেই নতুন বছরকে স্বাগত জানাতে হবে বঙ্গবাসীকে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজ্যের পশ্চিমের জেলাগুলি সহ উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ক্রমশ বাড়বে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা আজ সোমবার থেকেই আরও বাড়তে শুরু করবে। হাওয়া অফিসের মতে, রাজ্যের বেশ কিছু জেলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কিংবা তারও বেশি হতে পারে। আবহবিদদের আশঙ্কা, চলতি সপ্তাহে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তাপপ্রবাহ হতে পারে।
এই সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের দু-একটি জেলায় খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে। বাতাসে সেভাবে জলীয় বাষ্প না থাকার কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুকনো গরম হাওয়া বইবে।
জানা যাচ্ছে, চলতি সপ্তাহে গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা ২-৪ ডিগ্রি বাড়তে পারে। আগামী ১৬ এপ্রিলের মধ্যে বেশ কিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছোঁবে। আজ, সোমবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
আজ, সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি। এই সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা সেখানেও বাড়বে। আগামী কয়েকদিনেই সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে প্রায় ৪ ডিগ্রি পর্যন্ত। দক্ষিণ দিনাজপুর ও মালদহে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।