রাজ্য

তৃণমূলের বিরুদ্ধে ভোট করালে বাড়ি জ্বালিয়ে মা-বোনদের তুলে নিয়ে যাওয়া হবে’, পঞ্চায়েত ভোটের আবহে মুর্শিদাবাদে হুমকি পোস্টার তৃণমূলের

আগামী ৮ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। মনোনয়ন পর্বের শুরু থেকেই উত্তেজনা ছড়িয়েছে বাংলায়। একাধিক জায়গায় ঘটেছে হিংসার ঘটনা। এবার বিরোধীদের হুমকি পোস্টার দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সকালে দেখা গেল এই পোস্টার যাতে লেখা রয়েছে, তৃণমূলের বিরুদ্ধে যদি ভোট করানো হয়, তাহলে বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। যদিও তৃণমূলের পাল্টা দাবী, নিজেদের হার নিশ্চিত জেনে বিজেপিই এই কাজ করেছে।

ঘটনাটি ঘটেছে আজ, রবিবার সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ১ ব্লকের রানিনগর গ্রাম পঞ্চায়েতের জেঠিয়া গ্রামে। এদিন সকালেই ঘুম থেকে উঠে একাধিক বাড়ির দেওয়ালে তৃণমূলের নামের এই  হুমকি পোস্টার দেখতে পান বাসিন্দারা। আর তা দেখে বেশ হতভম্ব হয়ে যান সকলে।

এই পোস্টারে হুমকি দেওয়া হয়েছে, “পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিপক্ষে যদি কেউ ভোট করার চেষ্টা করে তাঁদের বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়া হবে। মা-বোনেদের তুলে নিয়ে যাওয়া হবে। পুলিশ অভিযোগ জানিয়েও কোনও ফল পাওয়া যাবে না”। এই পোস্টারের নীচে তৃণমূলের নাম লেখা। রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার আটকে দিয়ে গিয়েছে, তা এখনও জানা যায়নি।

তৃণমূলের বিরুদ্ধে ভোট করালে বাড়ি জ্বালিয়ে মা-বোনদের তুলে নিয়ে যাওয়া হবে’, পঞ্চায়েত ভোটের আবহে মুর্শিদাবাদে হুমকি পোস্টার তৃণমূলের 2

তবে এমন হুমকি পোস্টার দেখে বেশ আতঙ্কে রয়েছেন জেঠিয়া গ্রামের মানুষ। এক বসিন্দা বলেন, “আমাদের গ্রামে কোনও অশান্তি নেই। তাই কে এই পোস্টারগুলো মেরেছে আমরা জানি না ।আজ সকালে ঘুম থেকে উঠে আমরা এই পোস্টারগুলো দেখতে পাচ্ছি । আমরা চাই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক”।

অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে রানিনগর গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতা সায়নদীপ দাস বলেছেন, “এই গ্রাম পঞ্চায়েত এবার বিজেপির দখলে যাবে। তাই তৃণমূলআশ্রিত দুষ্কৃতীরা ভয় পেয়ে হুমকি পোস্টার লাগিয়ে আমাদের সদস্য, সমর্থকদের ভয় দেখানোর চেষ্টা করছে”।

যদি তৃণমূলের তরফে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। পাল্টা বিজেপির ঘাড়েই দোষ চাপালেন রঘুনাথগঞ্জ ১ ব্লক তৃণমূল সভাপতি গৌতম ঘোষ। তাঁর কথায়, “এবারের পঞ্চায়েত নির্বাচনে জেঠিয়া গ্রামে তৃণমূল প্রার্থী কে হবেন, তা গ্রামবাসীরা একত্রে বসে আলোচনা করে ঠিক করেছেন। বিজেপি জানে, এবারও এই গ্রাম পঞ্চায়েত তৃণমূল দখল করতে চলেছে। তাই মানুষকে ভয় দেখাতে এধরনের ভুয়ো পোস্টার লাগিয়েছে”।

Back to top button
%d bloggers like this: