বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা, জাতীয় সড়কের উপর পিছলে গেল বাইক, ৩ যুবকের মাথা থেঁতলে দিল ট্রাক

ভয়াবহ দুর্ঘটনা ঘটল জাতীয় সড়কের উপর। বাইক পিছলে পড়ে গেল ৩ যুবক। তাদের মাথা পিষে দিল পিছন থেকে আসা ট্রাক। ঘটনায় মৃত্যু হয়েছে ৩ যুবকের।
কী ঘটেছে ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে গতকাল, মঙ্গলবার রাতে আসানসোল উত্তর থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের জুবিলি মোড়ে। এলাকাবাসী দুর্ঘটনার খবর জানায় পুলিশকে। তারা এসে উদ্ধার করে তিনজন স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, তিনজনের মধ্যে এক জনের বাড়ি উত্তর আসানসোলের মহিশীলা কলোনীতে। একজনের বাড়ি আসানসোলের ধাদকায়। তিনজনেরই বয়স পঁচিশের কাছাকাছিই। আজ, বুধবার তাঁদের দেহ আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
স্থানীয়রা জানিয়েছেন, কয়েকজন যুবক বাইরে করে কাজ থেকে ফিরছিলেন। আসানসোল এনএস২ জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময়েই দুর্ঘটনা ঘটে। জাতীয় সড়কের উপরে রাস্তা মেরামতির কাজ চলছিল। সেখানেই কোনওভাবেই বাইকের চাকা পিছলে যায়। তিনটি বাইক পিছলে যায়। বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন আরোহীরা। সেই সময়ই তিনজনের উপর দিয়ে ট্রাক চলে যায়। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকায়।