‘সৌমিত্র খাঁ হিন্দু ধর্মের অবমাননা করেছেন’, বিজেপির গঙ্গা আরতি প্রসঙ্গে কটাক্ষ তৃণমূলের, ‘মুখ্যমন্ত্রীর ভুল মন্ত্রোচ্চারণ নিয়ে ভাবুক’, পাল্টা দিলেন বিজেপি সাংসদ

গঙ্গা আরতি নিয়ে শাসক ও বিরোধী পক্ষের মধ্যে দড়ি টানাটানির যেন শেষ নেই। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র (Saumitra Khan) গঙ্গা আরতি (Ganga Aarti) পদ্ধতি ভুল, এমন দাবী তুলে তাঁর বিরুদ্ধে হিন্দু ধর্মের অবমাননা করার অভিযোগ আনল তৃণমূল (TMC)। তবে গেরুয়া শিবির (BJP) এই অভিযোগ মানতে নারাজ।
গতকাল, শুক্রবার তৃণমূলের তরফে বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’র গঙ্গা আরতির ভিডিও টুইট করা হয়। এই টুইটে তৃণমূলের অভিযোগ, “বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবী করেছেন তাঁদের গঙ্গা আরতি করতে দেওয়া হয়নি। অথচ সৌমিত্র খাঁ ভুল পদ্ধতিতে গঙ্গা আরতি করেছেন। প্রথমত, গঙ্গা আরতি নিয়েও বিজেপির দুই নেতার মতামত দু’রকম। দ্বিতীয়ত, আর কতবার বিজেপি হিন্দু ধর্মের অবমাননা করবে”? এই টুইটারে পোস্ট করা ভিডিওতে সেচ ও জলদফতরের মন্ত্রী পার্থ ভৌমিকও এই একই অভিযোগ করেছেন।
While BJP State President @DrSukantaBJP claimed that 'Ganga Aarti' was not permitted, @BJP4Bengal MP @KhanSaumitra performed the same but INCORRECTLY.
Firstly, did BJP CONTRADICT their own claim?
Secondly, how many more times will BJP DISRESPECT the religious beliefs of people? pic.twitter.com/G0juF60JLI— All India Trinamool Congress (@AITCofficial) January 13, 2023
গত বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বামীজির সঙ্গে তুলনা করেন সৌমিত্র খাঁ। তা নিয়ে বেশ কটাক্ষের শিকার হন তিনি। আর এবার তাঁর ভুল পদ্ধতিতে গঙ্গা আরতি নিয়ে ট্রোলের শিকার বিজেপি নেতা। তিনি নিজে অবশ্য এসবে আমল দিতে রাজি নন। তিনি বরং পাল্টা বলেন, “তৃণমূল গঙ্গা আরতির খুঁত না ধরে, মুখ্যমন্ত্রীর ভুল মন্ত্রোচ্চারণ নিয়ে ভাবুক”।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাপ্রকাশ করেছিলেন যে বারাণসীর ধাঁচে কলকাতায় গঙ্গা ঘাটেও হবে আরতি। গত সোমবার বাবুঘাটের বাজে কদমতলা ঘাটে গঙ্গা আরতির সিদ্ধান্ত নেয় বিজেপি। কিন্তু সেই অনুমতি দেয় নি পুলিশ। তবে পুলিশের চোখ এড়িয়ে সোমবার সন্ধ্যায় গঙ্গা আরতি করে বিজেপি। যা নিয়ে পুলিশের স্নগী বচসায় জড়ান বিজেপি নেতা-কর্মীরা।
এরপর বুধবার আউট্রাম ঘাটে ট্রানজিট পয়েন্টের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেদিন বলেন যে তার পরদিন অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীর দিনই বাবুঘাটে গঙ্গা আরতির প্রস্তুতি শুরু হবে। সেই মতো শুরুও হয়েছে প্রস্তুতি। কিন্তু গঙ্গা আরতি নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না।