রাজ্য

থামছে না হিংসা, ফের রক্তারক্তি দিনহাটায়, বিজেপি নেতার বাড়ি হামলা, কর্মীদের ছুরি দিয়ে কোপানোর অভিযোগ

ফের হিংসা কোচবিহারের দিনহাটায়। গতকাল, শনিবার সন্ধ্যে থেকেই দিনহাটা ২ নম্বর ব্লকের চৌধুরীহাট উত্তপ্ত। জানা গিয়েছে, এদিন বিজেপি নেতার বাড়িতে বৈঠক চলাকালীন হামলা করে দুষ্কৃতীরা। কর্মীদের মারধর করা হয়। কয়েকজন কর্মীকে ছুরি দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন চৌধুরীহাট অঞ্চলের বিজেপির আহ্বায়ক সুব্রত দে সরকার ও বিজেপি কর্মী আব্দুল মিঞা।

কী ঘটনা ঘটেছিল?

গতকাল, শনিবার সন্ধেয় বিজেপি নেতা সুব্রতবাবুর বাড়িতে বৈঠক চলছিল। সেখানে বিজেপি কর্মী-সমর্থকরাও ছিলেন। তাঁরাই জানিয়েছে, বৈঠক চলাকালীন আচমকাই বাড়িতে ঢুকে পড়ে জনা ২০-৩০ জন। আততায়ীরা আগে বাড়ি ঘিরে ফেলেছিল। তারপর ঘরে ঢুকেই এলোপাথাড়ি ছুরি চালাতে শুরু করে দেয়। সুব্রতবাবু গুরুতর জখম হন। আহত হন আরও অনেকে। গোটা বাড়িজুড়ে তাণ্ডব চালিয়ে আততায়ীরা চম্পট দেয়।

বিজেপি নেতার আওয়াজ শুনেই ছুটে আসেন স্থানীয়রা। তারাই জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাদের। এই ঘটনায় বিজেপি জেলা সম্পাদকের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। কিন্তু তৃণমূল নেতৃত্ব আবার এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবী, এটা আসলে গেরুয়া শিবিরের গোষ্ঠীকোন্দল। তারা হামলার দায় তৃণমূলের উপর চাপাচ্ছে।  

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট মিটলেও দিনহাটায় অশান্তি থামছে না। এর আগে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে এলাকারই কয়েকজন যুবকের বিরুদ্ধে। প্রদীপকুমার রায় নামে এক বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগও ওঠে। পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকে বারবার উত্তপ্ত হয়েছে দিনহাটা। গুলি-বোমায় তপ্ত হয়েছে এলাকা। ভোট মিটলেও ঝামেলা অব্যাহত।

Back to top button
%d bloggers like this: