রাজ্য

স্কুলের দোতলা তৈরির জন্য দিতে হবে কাটমানি, দাবী না মেটানোয় প্রধান শিক্ষককে রাস্তায় ফেলে বেধড়ক মার তৃণমূলের

এলাকার প্রাথমিক স্কুলে দোতলা তৈরি হচ্ছে। তা জানার পরই স্কুলের প্রধান শিক্ষকের কাছে হাজির হন এলাকার তৃণমূল নেতা। দাবী, স্কুলের দোতলার জন্য পার্টিকে টাকা দিতে হবে। সোজা কথায়, স্কুলের দোতলা উঠছে, তাই জন্য কাটমানি দিতে হবে দলকে। প্রধান শিক্ষক তা মেনে না নেওয়ায় তাঁকে মারধর করা হল।

ঘটনাটি ঘটেছে বনগাঁর বাগদা থানার পাঠকেলপোতা প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলের প্রধান শিক্ষক সুকুমার সর্দারের কাছে স্কুলের দোতলা তৈরির জন্য কাটমানি চায় এলাকার তৃণমূল যুব সভাপতির শাকরেদ আশরাফুল মন্ডল। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করেন প্রধান শিক্ষক।

জানা গিয়েছে, স্কুলের প্রধান শিক্ষক বাড়ি ফেরার পথে তাঁর রাস্তা আটকায় আশরাফুল ও তাঁর দলবল। এরপর ওই প্রধান শিক্ষককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। শিক্ষককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বাগদা গ্রামীণ হাসপাতালে। সেখানে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ওই শিক্ষক।

এদিকে, কাটমানির সমস্ত অভিযোগ যদিও অস্বীকার করেছেন যুব সভাপতি গিয়াস উদ্দিন মন্ডল। তাঁর পাল্টা দাবী, “খুব নিম্নমানের মালপত্র দিয়ে কাজ হচ্ছিল স্কুলে। এলাকার মানুষ প্রতিবাদ করেছিল৷ সে সময় তাকে একজন ধাক্কা দিয়েছিল৷ পরে ক্ষমা চেয়ে মিটিয়ে নেওয়া হয়েছে”।

বলা রাখি, কয়েকদিন আগেও এমন এক ঘটনায় এক স্কুলের প্রধান শিক্ষককে মারধর করা হয়েছিল। এমনকি, ত্রিমোহিনীর এক স্কুলে এক শিক্ষিকা ছাত্রীকে শাসন করায় ছাত্রীর পরিবার এসে ওই শিক্ষিকাকে বিবস্ত্র করে মারধর করে বলে অভিযোগ এসেছে। এই রাজ্যে শিক্ষক-শিক্ষিকারা দিনদিন সম্মান হারাচ্ছেন।

Back to top button
%d bloggers like this: