রাজ্য

WB Election 2021: ত্রিমুখী লড়াই! বিজেপির ভোট প্রচারের অস্ত্র শাহ-যোগীর সভা, পুরনো আসন ধরে রাখতে উদ্যত তৃণমূল ও বামেরাও

সভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সভা করতে আসবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। নানান প্রভাবশালী নেতাদের নিয়ে ভোট প্রচারে ব্যস্ত জেলা বিজেপি। এদিকে তৃণমূল ও বামেরাও সমান তালে লড়ে যাচ্ছে নিজেদের পুরনো আসন বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে।

বামেদের নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জে মৃত্যু হয় বাম সংগঠনের কর্মী মইদুল মিদ্যার। সেই ঘটনা ঘিরে তুমুল অশান্তি ছড়ায় রাজ্য রাজনীতিতে। কোতুলপুরের বাসিন্দা মইদুলের পরিবারকে চাকরি দিয়েছে শাসকদল। তবে তাঁর মৃত্যুর কারণ নিয়ে এখনও তদন্ত চলছে।

আরও পড়ুন- কে কোন জায়গায় দাঁড়াচ্ছেন? একঝলকে দেখে নিন বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা

বাম কর্মীর মৃত্যুর জেরে গোটা রাজ্যে চাঞ্চল্য ছড়ায়। বিধানসভা নির্বাচনে এই ঘটনা এই জেলার অন্যতম ইস্যু। বাঁকুড়া জেলায় প্রথম দু’দফায় আগামী ২৭শে মার্চ ও ১লা এপ্রিল বাঁকুড়া জেলার ১২টি কেন্দ্রে ভোট।

২০১৯-এর লোকসভা ভোটে এইই জেলায় বিজেপি ভালো ফল করেছিল। সেই স্থান ধরে রাখতে মরিয়া গেরুয়া দল। এই কারণেই এই অঞ্চলে তাবড় তাবড় নেতাদের এনে চমক দিতে চাইছে বিজেপি। জানা গিয়েছে, আগামী ১৫ই মার্চ রানীবাঁধে সভা করবেন অমিত শাহ। পরদিন অর্থাৎ ১৬ই মার্চ আসছেন যোগী আদিত্যনাথ। এরপরই ১৭ই মার্চ বিজেপি নেত্রী স্মৃতি ইরানি সভা করবেন শালতোড়ায়। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১শে মার্চ সভা করতে আসতে পারেন বলেও জানা যাচ্ছে।

লোকসভা ভোটে তৃণমূল ও বাম শিবির ধাক্কা খেয়েছে বাঁকুড়ায়। বিধানসভা নির্বাচনের আসনগুলি ধরে রাখতে মরিয়া এই দুই শিবির। ইতিমধ্যেই, তৃণমূলের প্রার্থীকে ঘিরে বিদায়ী বিধায়ক শম্পা দরিপার অবস্থানে বিব্রত শাসক দল। তবে এও জানা যাচ্ছে যে জটিলতা কেটেছে। অভিনেত্রী প্রার্থী সায়ন্তিকা ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন।

আরও পড়ুন- নন্দীগ্রাম নিয়ে বড় ঘোষণা করলেন নরেন্দ্র মোদী!

বাম আমলে লাল দুর্গ বলে পরিচিত ছিল বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্র। সেই জায়গা পুনরুদ্ধার করতে মরিয়া লাল শিবির। তালডাংরার সিপিআইএম প্রার্থী মনোরঞ্জন পাত্র বলেন যে মানুষের বামেদের প্রতি বিশ্বাস রয়েছে। তৃণমূলের সন্ত্রাসে গরীব মানুষের গৃহনির্মাণ, একশো দিনের কাজে অনেক দুর্নীতি হয়েছে।

এরই মধ্যে এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী সিমলাপালের তালদা, সাঁইড়ি গ্রামে প্রচার চালান। মানুষের বাড়ি বাড়ি ঘুরে প্রচার চালান তিনি। অন্যদিকে সিপিআইএম প্রার্থী মনোরঞ্জন পাত্র বলেন যে এই অঞ্চলে বামেদের প্রভাব কমেছে। বামেদের ভোট বিজেপিতে গিয়েছে। ওই ভোট বামেরা ফেরাতে পারলে, বিজেপি মুখ থুবড়ে পড়বে।

Back to top button
%d