একেই বলে বন্ধুত্ব! প্রিয় বান্ধবীর জন্য নজিরবিহীন পদক্ষেপ নিলেন ঐন্দ্রিলার বান্ধবী

সত্যিই, আজকালকার দিনে একজন খাঁটি বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। বন্ধু তো অনেকেই হয়, কিন্তু এমন এক বন্ধু যে সব সময় পাশে থাকবে, বিপদে-আপদে শক্তি হয়ে দাঁড়াবে, মনে সাহস জোগাবে, এমন বন্ধু পাওয়া বিরল। কিন্তু সেদিক থেকে দেখতে গেলে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার বন্ধু ভাগ্য সত্যিই ভালো। তাঁর প্রিয় বান্ধবী তাঁর জন্য নিলেন নজিরবিহীন পদক্ষেপ।
গতমাসে ঐন্দ্রিলা নিজের সোশ্যাল মিডিয়ায় জানান যে তিনি ক্যানসারে আক্রান্ত। হাসপাতালের বেডে শুয়েই লাইভ করেন তিনি। তাঁর অনুরাগীদের কাছে অনুরোধ জানান তারা যেন তাঁর জন্য প্রার্থনা করেন। তাঁর সেই ভিডিও দেখে চোখের জল পড়ে আর অনুরাগীদেরও।
View this post on Instagram
আরও পড়ুন- ইংরেজি উচ্চারণ নিয়ে কটাক্ষ, মোক্ষম জবাব দিলেন জুন আন্টি
নানান ছবিতেই দেখা গিয়েছে, হাসপাতালে সবসময় তাঁর সঙ্গে ছিলেন ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকের সব্যসাচী। এফ আগেও একবার ক্যানসার আক্রান্ত হন ঐন্দ্রিলা। তখন একেবারে সুস্থ হয়ে যান তিনি। কিন্তু ফের একবার থাবা বসায় ক্যানসার। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত তিনি। চিকিৎসা চললেও শুটিং-এ ফিরেছেন ঐন্দ্রিলা। তিনমাস পর তাঁর অপারেশন হবে বলে জানা গিয়েছে।
View this post on Instagram
ক্যানসারের চিকিৎসার জন্যই চুল কেটে ফেলতে হয়েছে ঐন্দ্রিলাকে। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় দেন তিনি। তবে যে বিষয়টি দর্শকদের সবচেয়ে বেশি নাড়িয়েছে, তা হলে ঐন্দ্রিলা ন্যাড়া হয়েছেন বলে তাঁর প্রিয় বান্ধবী পারমিতাও ন্যাড়া হয়েছেন ঐন্দ্রিলার মনে সাহস জোগানোর জন্য।
View this post on Instagram
View this post on Instagram
আরও পড়ুন- মধুবনীর সাধের অনুষ্ঠান জমজমাট, দিনের শেষে নিজের অনুরাগীদের দিলেন বিশেষ বার্তা
বান্ধবীর ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ঐন্দ্রিলা। ক্যাপশনে লিখেছেন, “কিছু বন্ধুত্ব এমনও হয়”। বান্ধবীর সঙ্গে নিজেরও ন্যাড়া মাথার ছবি শেয়ার করেন অভিনেত্রী। তাঁর সেই ছবি মন ছুঁয়েছে তাঁর অনুরাগীদের। রীতিমতো ভাইরাল এখন সেই ছবি।