রাজ্য

‘বিজেপিকে ভোট দিলে বিধবা করে দেব’, হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, জোর শোরগোল তারকেশ্বরে

কিছুদিন আগেই নির্দল প্রার্থীর বৃদ্ধা মায়ের হাতে সাদা থান তুলে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এবার সেই একই চিত্র দেখা গেল তারকেশ্বরে। ‘বিজেপিকে ভোট দিলে বিধবা করে দেব’, এমনই হুমকি শানানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

আস্তারা দত্তপুর গ্রাম পঞ্চায়েতের ৩৫ নম্বর জেলা পরিষদের বিজেপি প্রার্থী সুমনা মণ্ডল। তৃণমূলের বিরুদ্ধে এও অভিযোগ উঠেছে যে তাঁকে প্রচারে বাধা দিচ্ছে তৃণমূল। এর পাশাপাশি ১৫৭ নম্বর বুথের বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রার্থী উত্তম ঢালীকে বেধড়ক মারধর করা হয়েছে বলেও অভিযোগ। সেই অভিযোগের তীরও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে শাসকদলের তরফে।

বিজেপি প্রার্থী সুমনা মণ্ডলের অভিযোগ, “আজ সকাল থেকেই আমাদের প্রচারে বাধা দিচ্ছিল তৃণমূলের দুষ্কৃতীরা। গত কয়েক দিন ধরে এলাকায় অনেক মানুষের বাড়ি বাড়ি গিয়ে হুমকিও দিচ্ছিল। বলছে বিজেপিকে ভোট দিলে বিধবা করে দেওয়া হবে”।

সুমানাদেবী জানিয়েছেন, এই ঘটনায় তারকেশ্বর থানায় তিনি লিখিত অভিযোগ জানাবেন। অন্যদিকে আবার, তৃণমূলের অঞ্চল সভাপতি পলাশ লোহারের পাল্টা দাবী, এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন। প্রচারের আলোয় আসার জন্য এই সমস্ত অভিযোগ আনছে বিজেপি।

Back to top button
%d bloggers like this: