রাজ্য

বাঁশ, রড দিয়ে হামলা বিজেপির বুথ সভাপতির উপর, অভিযোগের তীর তৃণমূলের দিকে, উত্তপ্ত ঝাড়গ্রাম

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। এই আবহে সমস্ত রাজনৈতিক দলগুলিই নিজেদের মতো করে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। এর জেরে একে অপরকে আক্রমণ করছে শাসক-বিরোধী উভয়ই। এবার বিজেপির বুথ সভাপতির (BJP booth president) উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ ব্লকের চর্চিতা অঞ্চলে। জানা গিয়েছে, গত শুক্রবার সেখানে তৃণমূলের একটি বাইক মিছিল ছি। সেই মিছিল থেকেই চর্চিতা বুথ সভাপতি বিজেপির চন্দ্রশেখর বেরার উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূল সভাপতি রাজীব কর সহ আরও বেশ কিছু তৃণমূল কর্মী রড, বাঁশ দিয়ে হামলা করে ওই বিজেপি নেতার উপর।

সেই সময় বিজেপি নেতাকে বাঁচাতে যান তাঁর স্ত্রী। কিন্তু অভিযোগ, তাঁর স্ত্রীয়ের উপরও হামলা চালানো হয়। তাঁর কানে থাকা দুলও নিয়ে নেয় হামলাকারীরা, এমনটাই অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গুরুতর আহত অবস্থায় বিজেপি নেতাকে ভর্তি করা হয় তপসিয়া গ্রামীণ হাসপাতালে।

গতকাল, শনিবার আহত বিজেপি নেতাকে দেখতে হাসপাতালে যান বিজেপির ঝাড়গ্রাম জেলার সভাপতি তুফান মাহাতো সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। বিজেপির ঝাড়গ্রাম জেলার সভাপতি তুফান মাহাতো এই ঘটনার তীব্র নিন্দা করেন। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার দাবী জানান তিনি।

এর পাশাপাশি বেলিয়াবেড়া থানায় গিয়ে গতকাল, শনিবার বিজেপি দলের পক্ষ থেকে তৃণমূল নেতা রাজিব কর-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার না করলে বিজেপির দলের পক্ষ থেকে জোরদার আন্দোলন করা হবে বলে জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি তুফান মাহাতো।

তবে এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে গোপীবল্লভপুর দু’নম্বর ব্লক তৃণমূল সভাপতি টিঙ্কু পালের তরফে। তিনি বলেন, “ওরা তৃণমূল কংগ্রেসের পতাকা পুড়িয়ে দিয়েছিল। তাই নিয়ে একটা বচসা-ধাক্কাধাক্কি হয়। সেই রকম রকম কোনও কিছুই ঘটনা ঘটেনি”।

Back to top button
%d bloggers like this: