রাজ্য

‘বিজেপি লোকসভা ভোটে যদি ২৫টা আসন পায়, আমি কান ধরে উঠবস করব’, বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ফিরহাদ

লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) আসন পাওয়া নিয়ে কার্যত এবার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সাফ জানিয়ে দিলেন, “বিজেপি (BJP) লোকসভা ভোটে যদি ২৫টা আসন পায়, আমি কান ধরে উঠবস করব”। এর পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও (Sukanta Majumdar) তোপ দাগেন এদিন ফিরহাদ।

আজ, শনিবার ছিল ‘টক টু মেয়র’ অনুষ্ঠান। এদিন অনুষ্ঠান শেষে সাংবাদিক সম্মেলন করেন ফিরহাদ হাকিম। আর এই সাংবাদিক সম্মেলন থেকেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দিকে এক চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ফিরহাদ। আসলে, সুকান্ত মজুমদার সম্প্রতি দাবী করেছেন যে ২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি বাংলা থেকে ২৫টি আসন পাবে। তাঁর এই মন্তব্যেরই পাল্টা দিলেন তৃণমূল নেতা।

এদিন ফিরহাদ বলেন, “বাংলায় বিজেপিতে এক থেকে দুয়ের বেশি আসন পাবে না। তবে আমরা চেষ্টা করছি সেটাকেও শূন্যতে নামিয়ে আনতে। হইহই করে কিছু বিধায়ক ওরা পেয়ে গিয়েছে। কিন্তু এখন যা ট্রেন্ড তাতে বিজেপি একটি আসনও পাবে না। মানুষ বিজেপিকে আর বিশ্বাস করে না”

এরপরই বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ফিরহাদ বলেন, “সুকান্তবাবু লিখে দিন বিজেপি যদি ২৫ আসন না পায়, তাহলে উনি কী করবেন। লিখে দিন, উনি রাজনীতি ছেড়ে দেবেন। কান ধরে ওঠবোস করবেন। আমি তো বলছি, বিজেপি ২৫ আসন পেলে কান ধরে ওঠবোস করব”।

এখানেই শেষ নয়। এদিন এই সাংবাদিক সম্মেলনে বুস্টার ডোজ থেকে শুরু করে জিএসটি, সব বিষয় নিয়েই কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করেন ফিরহাদ হাকিম। রাজ্যের মন্ত্রীর কথায়, “টাকা দিয়ে বুস্টার টিকা নিতে হচ্ছে ১৮-৬০ বছর বয়সিদের। যার দরুন বহু মানুষ টিকা নিচ্ছে না”।

Back to top button
%d bloggers like this: