দুর্নীতির অভিযোগে আগেই খুইয়েছিলেন পদ, এবার পুলিশের হাতে গ্রেফতার তমলুকের তৃণমূল পঞ্চায়েত প্রধান

তাঁর বিরুদ্ধ দুর্নীতির (corruption) অভিযোগ প্রমাণ হতেই দলের তরফে তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। পদত্যাগের ২৪ ঘণ্টার মধ্যেই এবার দুর্নীতির অভিযোগেই পুলিশের (Police) হাতে গ্রেফতার হলেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক ইউনিটের শান্তিপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান এস কে সেলিম আলি (S K Salim Ali)। তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ প্রমাণ হয়েছে। মাত্র দু’বছরের মধ্যেই নানান জেলায় ৮৩টি মূল্যবান জমি কিনেছেন তিনি। এবার সেই দুর্নীতির জেরেই গ্রেফতার হলেন তৃণমূল নেতা (TMC leader)।
সম্প্রতি কাঁথির সভায় দলের কর্মী, সমর্থকদের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান যাতে পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে তাঁকে সরাসরি অভিযোগ জানানো হয়। এরপরই ‘এক ডাকে অভিষেক’-এ ফোনে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক ইউনিটের শান্তিপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান এস কে সেলিম আলির বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল।
অভিযোগে বলা হয়েছিল যে ৬০টির বেশি বেনামি সম্পত্তির মালিক এবং ঠিকাদারিতে যুক্ত সেলিম। এই নিয়ে শুরু হয় তদন্তে। আর তদন্তে সেলিমের দিকে ওঠা প্রতিটি অভিযোগ সত্য প্রমাণিত হয়। এরপরই তৃণমূলের পক্ষ থেকে পদত্যাগ করতে বলা হয় সেলিম আলিকে। গত মঙ্গলবার দলের নির্দেশে পঞ্চায়েতের প্রধান পদ থেকে পদত্যাগ করেন তিনি।
তবে এই ঘটনায় সেলিম আলির দাবী, “কোনও দুর্নীতির জন্য আমি পদত্যাগ করিনি। দলের একাধিক পদে থেকে চাপ বাড়ছিল, সে জন্য আমি এই পঞ্চায়েত প্রধানের পদ থেকে পদত্যাগ করেছি। কোনওদিনই দলের পদ চিরস্থায়ী হয় না। পদ ছাড়লেও দলের সঙ্গে আছি আগামীদিনেও থাকবে”। তবে এবার দুর্নীতির অভিযোগেই তাঁকে গ্রেফতার করল পুলিশ।
বলে রাখি, একসময় সিপিএমের সক্রিয় কর্মী ছিলেন এই সেলিম আলি। ২০১১-রে রাজ্যে পালা বদলের সময় তৃণমূলে যোগ দেন তিনি। এরপর নানান অভিযোগ উঠতে থাকে তাঁর বিরুদ্ধে। শান্তিপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রধান পদে থেকে নানান দুর্নীতি করেছেন তিনি, এমনই অভিযোগ ওঠে।
জানা যায়, তৎকালীন ওই এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা ওরফে লালুর সঙ্গে হাত মিলিয়ে ঠিকাদার সংস্থা খোলেন তিনি। প্রভাব খাটিয়ে একের পর এক জমি কেনাবেচা শুরু করেন। এলাকায় ত্রাস হয়ে ওঠেন সেলিম। একথা তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছতেই তাঁকে দল থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়।