রাজ্যবিনোদন

‘অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে কোনও মন্তব্য করার যোগ্যতা নেই আমার’, ‘প্রজাপতি’ বিতর্ক প্রসঙ্গে স্পষ্ট জবাব সায়নীর

টলিপাড়ায় এখন নতুন বিতর্কের বিষয় ‘প্রজাপতি’। দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত এই ছবি গত সপ্তাহে মুক্তি পেয়েছে। কিন্তু এরপর থেকেই এই ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ‘প্রজাপতি’ নন্দনে স্থান না পাওয়া নিয়ে রাজনৈতিক তরজা শুরু। একদিকে, বিজেপির অভিযোগ, মিঠুন চক্রবর্তী ছবিতে রয়েছেন বলেই রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওই ছবিতে নন্দনে জায়গা দেওয়া হয়নি। এবার এই প্রসঙ্গ নিয়ে মুখে খুললেন তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ।

‘প্রজাপতি’ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মিঠুন চক্রবর্তীকে ফ্লপ অভিনেতা বলে দেগেছিলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তা নিয়ে পাল্টা জবাব দেন দেবও। এবার এই  নিয়ে মুখে খুললেন যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষ। তাঁর কথায়, অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে কোনও মন্তব্য করার যোগ্যতা তাঁর নেই।

দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে দলের যুব সম্মেলনে যোগ দেন সায়নী ঘোষ। এই সময় সাংবাদিকদের মুখোমুখি হওয়ায় প্রজাপতি প্রসঙ্গও ওঠে। তিনি স্পষ্টই বলেন, দেব আর কুণাল ঘোষের মধ্যে বিরোধ হলে তাঁরাই মেটাবেন। কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র। তিনি যা বলেন ভেবেচিন্তেই বলেন।

দেবও আবার তৃণমূলের সাংসদ। তিনি নিজের কাজে বেশ কর্তব্যপরায়ণ। মিঠুনের বিষয়ে সায়নীর মত, মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাঁর রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। কিন্তু অভিনেতা মিঠুন চক্রবর্তী সম্পর্কে কোনও মন্তব্য করার দুঃসাহস তাঁর মধ্যে নেই।

বলে রাখি, কুণাল ঘোষ সম্প্রতি বলেছিলেন যে তিনি নাকি শুনেছেন যে দেব মিঠুনকে মুখে কিছু বলতে পারছেন না। কিন্তু মিঠুনকে ছবিতে নেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত। এমনকি, মিঠুনকে ফ্লপ অভিনেতা বলেও আক্রমণ করেন তিনি। এও বলেন যে ‘প্রজাপতি’ ছবিতে তাঁর বদলে পরাণ বন্দ্যোপাধ্যায়কে নিলে ভালো হত।

এর পাল্টা জবাব দিয়েছিলেন দেবও। তাঁর কথায়, কুণাললের সিনেমা নিয়ে বিশেষ পড়াশোনা নেই। সেই বিষয়টা তাঁর উপর ছেড়ে দেওয়াই ভালো। উত্তরে কুণাল বলেন যে দেব সিনেমাটা তাঁর থেকে বেশি ভালো বোঝেন। কিন্তু সবটা বুঝলে তো সিনেমা হিট করবে। ঠিক যেমন সব ব্যাটসম্যান সবটা বুঝে গেলে প্রতি ম্যাচে সেঞ্চুরি করত। তেমনই সব সিনেমা হিট হয় না।

Back to top button
%d bloggers like this: