রাজ্য

ফের তৃণমূল নেতার বিরুদ্ধে উঠল তোলাবাজির অভিযোগ, ৫ লক্ষ টাকা তোলা না দিতে পারায় রেস্তোরাঁ ভাঙচুর, সরগরম খড়দহ

নানান সময় বারবার নানান তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ শোনা গিয়েছে। এবার ফের একবার এক তৃণমূল নেতার বিরুদ্ধে উঠল তোলাবাজির অভিযোগ। নেতার চাহিদা অনুযায়ী ৫ লক্ষ টাকা না দিতে পারায় রেস্তোরাঁর একাংশ ভেঙে দেওয়া হল। এই বিস্ফোরক অভিযোগ উঠেছে খড়দহ টাউন তৃণমূল সভাপতি সুকণ্ঠ বণিকের বিরুদ্ধে।

সূত্রের খবর, খড়দহ স্টেশন রোডে ছেলেকে সঙ্গে নিয়ে একটি রেস্তোরাঁ চালান লক্ষ্মী সিংহ নামের এক স্থানীয় বাসিন্দা। ব্যবসাটি দেখভাল করেন তাঁর ছেলে দ্বীপজয় সিংহ। লক্ষ্মী সিংহ জানান যে দোকানে বৃষ্টির জল যাতে না ঢোকে, তার জন্য তিনি সামনে প্লাস্টিকের শেড দিয়েছিলেন। সেই শেডের কিছুটা রাস্তায় চলে আসে। মহিলা জানান যে আশেপাশের সব দোকানেই এভাবে শেড দেওয়া রয়েছে।

লক্ষ্মী সিংহ অভিযোগ করেন যে এরপরই তাঁর দোকানের শেড বেআইনি দাবী করেন টাউন তৃণমূলের সভাপতি সুকন্ঠ বণিক। আর মহিলার থেকে ৫ লক্ষ টাকা চান তৃণমূল নেতা। টাকা দিলে তিনি শেড রেখে দিতে পারবেন বলেও জানানো হয় বলে অভিযোগ। কিন্তু এত টাকা ওই মহিলার পক্ষে দেওয়া সম্ভব নয়, তা জানানোর পর‌ই শুরু হয় সমস্যা।

লক্ষ্মী সিংহ দাবী করেন যে ওই তৃণমূল নেতার লোকজন এসে তাঁর দোকানের কর্মচারীদের গালিগালাজ করেন। এমনকি, মারধরও করেন বলে অভিযোগ। সেই শেডটিও ভেঙে দেওয়া হয় বলে জানান ওই মহিলা। এই ঘটনায় বিজেপি নেতা জয় সাহা তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনেছেন।

এদিকে, সুকণ্ঠ বণিক নিজের দিকে ওঠা সমস্ত অভিযোগ নাকোচ করে দেন। তাঁর পাল্টা দাবী, বেআইনি কাজ করলে মেনে নেওয়া হবে না। তিনি এই প্রসঙ্গে বলেন, “অনৈতিক কাজকর্মের প্রতিবাদ করার ফলেই অপবাদ দেওয়া হচ্ছে। ৫ লক্ষ কেন, ৫০ কোটি টাকা দিলেও খড়দহের বুকে সুকণ্ঠ বণিককে কেনা যাবে না”।  

বলে রাখি, টাউন তৃণমূল সভাপতি সুকণ্ঠ বণিকের পাল্টা দাবী। খড়দহ পুরসভার পক্ষ থেকে ওই রেস্তোরাঁর সামনের শেড ভেঙে দেওয়া হয়েছে।

Back to top button
%d bloggers like this: