‘ভোটের দিন কাঁচা মাংস ঝলসানো হবে, লেবু-বিটনুন-লঙ্কা দিয়ে তৈরি হবে কাবাব’, কেন এমন হুঙ্কার মদনের? বিতর্কের মুখে তৃণমূল বিধায়ক

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। আর নির্বাচন যত এগিয়ে আসছে, শাসক-বিরোধী দ্বন্দ্ব যেন আরও বেশি প্রকট হচ্ছে। একে অপরকে শানাতে কসুর করছেন না কেউই। এবার ফের একবার বিস্ফোরক এক মন্তব্য করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। স্বমেজাজেই কার্যত হুঙ্কার দিলেন তিনি। আর তাঁর সেই মন্তব্যের কারণে ফের নতুন করে বিতর্কে (controversy) জড়ালেন বিধায়ক।
খাদ্য উৎসবে গিয়ে নানান ধরণের খাদ্য চেখে দেখেন কামারহাটির বিধায়ক। শিক কাবাব হাতে নিয়ে মদন মিত্র বলেন, “শিক কাবাব তৈরি করা শিখে রাখছি। পঞ্চায়েত নির্বাচনে শিক আর কাবাব দু’টোই কাজে লাগবে। ভোটের দিন ছেলেমেয়েরা সারাদিন খালি কাজ করবে? কাবাবটা খাবে। শিকটা খুব কাজে লাগবে। কাঁচা মাংস ঝলসানো হবে। মাখন, ঘি, মধু পড়বে। দেওয়ার আগে লেবু টিপে বিটনুন আর লঙ্কা দিয়ে তৈরি হবে কাবাব। ও লাভলি”।
মদন মিত্র একেবারে নিশ্চিত যে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা কিছুই করতে পারবেন না বিধায়কের কথায়, “ভোট তো সকালবেলা ১-২ ঘণ্টার। যা ভাষণ তো পাড়ায় পাড়ায়। ৫ জন লোক আর ৫ হাজার পুলিশ নিয়ে মিটিং। এমনি তো কেউ নেই। টাইব্রেকার তো দূরের কথা, এমনিতেই ৬-৭ গোল হয়ে যাবে”।
তবে এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার নিজের স্টাইলে বিরোধীদের হুঙ্কার দিয়েছেন মদন মিত্র। তৃণমূলের বিধায়কের এহেন মন্তব্যের জেরে রাজ্য-রাজনীতিতে ফের চর্চা শুরু হয়েছে। বিরোধীরা ফের একহাত নিয়েছেন তৃণমূল নেতাকে।
মদন মিত্রের এমন মন্তব্যের সমালোচনা করেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। এই মন্তব্যের প্রেক্ষিতে বগটুইয় কাণ্ডের প্রসঙ্গ টানেন তিনি। তাঁর দাবী, প্রকাশ্যে এমন মন্তব্য করে মদন মিত্র হিংসার পরিস্থিতি তৈরি করছেন। শুধু বিজেপিই নয়, সিপিএমের তরফেও কামারহাটি বিধায়কের এমন মন্তব্যের কড়া নিন্দা করা হয়েছে।