রাজ্য

‘নির্দল কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে তৃণমূল, আমি গেলে ওরা মারা পড়বে’, একুশের জুলাইয়ের সমাবেশে থাকছেন না দশবারের তৃণমূল বিধায়ক

নির্দল কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে। তাদের উপর যে কোনও সময় হামলা হতে পারে। সেই আশঙ্কা করেই এবার ২১শে জুলাইয়ের সমাবেশে যোগ দিচ্ছেন না ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। সমাবেশের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন তৃণমূলের দশবারের বিধায়ক।

পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই দলের বিরুদ্ধে একের পর এক ইস্যু নিয়ে সরব হয়েছেন আব্দুল করিম চৌধুরী। টিকিট না পেয়ে তাঁর অনুগামীদের বেশীরভাগই নির্দলে লড়েছিলেন। জেতার পরও তারা তৃণমূলে ফেরত যায় নি এখনও পর্যন্ত। আব্দুল করিম চৌধুরীর অভিযোগ, তাদের উপর তৃণমূলের চাপ আসছে।

কী বললেন তৃণমূল বিধায়ক?

গতকাল, বৃহস্পতিবার নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে বিধায়ক জানান, “মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১ জুলাই সমাবেশ যতবার হয়েছে, ততবার আমি হাজির ছিলাম। কিন্তু নিজের এলাকা ছেড়ে কলকাতার শহিদ সমাবেশে এবারই প্রথম উপস্থিত থাকতে পারছি না। কারণ যে সব নির্দল প্রার্থীরা এবার পঞ্চায়েত ভোটে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল, সেইসব নির্দলের কর্মীদের বাড়িতে হামলার আশঙ্কা আছে। তাই যাঁরা আমাকে ভালোবেসে নির্দলে ভোটে লড়েছিল, ভোট পরবর্তীতে তাদের পরিবারের সদস্যদের উপর অত্যাচার চালাচ্ছে তৃণমূলের জেলা সভাপতির গোষ্ঠীর কর্মীরা। নির্দলের লোকজনেরা তৃণমূল সমর্থক হলেও এখন কোনও দল করছে না। ফলে তাঁদের রক্ষা করা জরুরি”।

কী আশঙ্কা করছেন আব্দুল করিম চৌধুরী?

তিনি জানান, “২১জুলাইয়ের সভায় হয়ত আমি যেতে পারি, এই আশঙ্কা করে অনুগামীরা গত দু’ দিন ধরে বাড়িতে এসে কান্নাকাটি করছিলেন, তাই পরিস্থিতির কথা বিচার করে ইসলামপুর ছেড়ে কলকাতায় এখন চলে গেলে, নির্দলদের উপর আরও অত্যাচার নেমে আসতে পারে। কারও কারও যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে।কাউকে মারধর করে বাড়িঘরের জিনিসপত্র নষ্ট করে দিয়েছে”।

অনুগামীদের পরিস্থিতির কথা বিচার করেই শহিদ দিবসের সভায় যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আব্দুল করিম চৌধুরী। তবে এই বিষয়ে আবার তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বক্তব্য, “করিম সাহেবের লাগাতার দলবিরোধী কথা বলে,দল ভাঙার চেষ্টা করছেন, রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে”।

Back to top button
%d bloggers like this: