‘যে কাগজ মুড়ে টাকা নিয়েছে, আগে তার তদন্ত করা হোক’, নাম না করেই শুভেন্দুকে নিশানা নিয়োগ দুর্নীতিতে ধৃত জীবনকৃষ্ণর

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলবন্দি বড়ঞা তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। বারবার জামিনের আবেদন জানালেও তথ্যপ্রমাণের ভিত্তিতে মেলেনি জামিন। আজ, শুক্রবার আদালতে যাওয়ার পথে নাম না করেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেন জীবনকৃষ্ণ। প্রিজন ভ্যান থেকে তিনি বলেন, “কেন্দ্রীয় এজেন্সির ব্যর্থতা আছে, তারা প্রমাণ করতে পারছে না। এর আগে আপনারা তো দেখেছেন খবরের কাগজে মুড়ে টাকা নেওয়ার ছবি। তাকেই তো ধরতে পারছে না। সেটা আগে তদন্ত করতে বলুন”।
আজ শুক্রবার আদালতে পেশ করা হয় জীবনকৃষ্ণ সাহাকে। এদিন প্রিজন ভ্যান থেকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারীকে নিশানা করে তিনি বলেন, “এটা কেন্দ্রীয় এজেন্সির ব্যর্থতা, তারা কিছু প্রমাণ করতে পারছে না। আপনারা তো দেখেছেন খবরের কাগজে মুড়ে টাকা নেওয়ার ছবি। তাকেই তো ধরতে পারছে না। আগে তার তদন্ত করুক”
এটা শুনে সাংবাদিকরা প্রশ্ন করেন, কাকে ইঙ্গিত করে একথা বললেন বিধায়ক? জবাবে জীবনকৃষ্ণ সাহা জানান, “কার কথা বলছি আপনারা ভালই জানেন”। এরপর তাঁর সংযোজন, “যার ফোন সিবিআই দপ্তরে আসে বারেবারে…দেখুন আপনারা তদন্ত করুন, পেয়ে যাবেন”।
বলে রাখি, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গত এপ্রিল মাসে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারীরা। ৭২ ঘণ্টা তল্লাশির পর গ্রেফতার হন বিধায়ক। প্রমাণ লোপাটের জন্য নিজের দুটি মোবাইল পুকুরে ফেলে দিয়েছিলেন তিনি। কিন্তু লাভ কিছু হয়নি। গ্রেফতার হয়ে হাজতবাস হয় তাঁর।
এর আগে আদালতে পেশের সময় একাধিকবার মুখ খুলেছেন তৃণমূল বিধায়ক। তবে আজ নাম না করেই শুভেন্দুকে নিশানা করলেন তিনি। এর আগে তৃণমূলের তরফে নারদা কাণ্ডে শুভেন্দুর কাগজে মুড়ে টাকা নেওয়ার ভাইরাল ভিডিও নিয়ে কটাক্ষ করা হয়েছে। এবার সেই একই পথে হাঁটলেন তৃণমূল বিধায়কও।