রাজ্য

‘প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ’, মোদীর ভূয়সী প্রশংসা করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা, ফের কী দলবদলের পালা?

হাতে আর মাত্র কয়েকটা মাস। আগামী বছরেই হবে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। সমস্ত রাজনৈতিক দলগুলি ভোটের ময়দানে লড়াইতে প্রস্তুত। নিজের নিজের মতো করে ঘুঁটি সাজাচ্ছে সকলেই। বিজেপি-তৃণমূল (BJP-TMC) একে অপরকে শানিয়েই চলেছে। তবে এরই মধ্যে আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার (Shatrughna Sinha) গলায় শোনা গেল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রশংসা। যা নিয়ে এখন রাজ্য ও রাজনীতিতে বেশ শোরগোল পড়েছে।

গতকাল, বৃহস্পতিবার আসানসোলের আড্ডা গেস্ট হাউসে সাংবাদিক সম্মেলন করেন শত্রুঘ্ন সিনহা। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন আইএনটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় এবং তৃণমূলের রাজ্য নেতা ভি শিবদাসন। এদিনের এই সম্মেলন থেকেই প্রধানমন্ত্রীর প্রশংসা করতে শোনা যায় তাঁকে।

এদিনের সাংবাদিক সম্মেলনে শত্রুঘ্ন সিনহা দাবী করেন যে তাঁর সংসদীয় কেন্দ্রের ক্যান্সার সহ দুরারোগ্য রোগে আক্রান্ত ২৮ জনের জন্য প্রধানমন্ত্রীর ফান্ড থেকে অর্থ সাহায্য চেয়েছেলেন। ইতিমধ্যেই ৭ জনের জন্য অর্থ প্রধানমন্ত্রী পাঠিয়ে দিয়েছেন।

সাংসদের দাবী, তিনি যতদূর জানেন অন্যদের ক্ষেত্রে যেখানে দেড় লক্ষ থেকে দু’লক্ষ টাকা দেওয়া হয় এসব রোগের চিকিৎসার ক্ষেত্রে। সেখানে তাঁর আবেদনে প্রতিটি ক্ষেত্রেই ৩ লাখের বেশি টাকা দেওয়া হয়েছে বলে জানান তৃণমূল সাংসদ।

এই সম্মেলন থেকেই প্রধানমন্ত্রীর প্রশংসা করে শত্রুঘ্ন সিনহা বলেন, “হয়তো প্রধানমন্ত্রী মনে রেখেছেন যে আমি দীর্ঘদিন কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী ছিলাম।”

তাঁর অকপট বক্তব্য, “এজন্য আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আসানসোলের স্বাস্থ্যব্যবস্থায় উন্নতির জন্য তিনি ইতিমধ্যেই আসানসোলে একটি মেডিকেল কলেজ করার কথা যেমন ভেবেছেন, তেমনই বড় বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল এখানে করা যায় কিনা কিনা তারও চেষ্টা করছেন”।

Back to top button
%d bloggers like this: