গুরুং নাকি তামাং সমর্থন কাকে? তৃণমূলের সিদ্ধান্ত আসবে ভোটের পরেই

নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে পাহাড়। এদিকে গুরুং বনাম বিনয় তামাংয়ের বিরোধের জেরে সংকট বাড়ছে শাসক শিবিরে। আর মোর্চার এই দ্বন্দ্বের ভরপুর ফায়দা তুলতে মরিয়া গেরুয়া শিবির। রবিবার পাহাড়ের তিন বিধানসভা আসন– দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ে প্রার্থী ঘোষণা করে দিলেন বিমল গুরুং। দার্জিলিং জেলায় প্রার্থী পিটি ওলা, যিনি বিমল গুরুংয়ের আমলে GTA সদস্য ছিলেন। কার্শিয়াংয়ে নরবু লামা, গুরুংপন্থী নেতা। কালিম্পংয়ে রাম ভুজেল, তিনি মোর্চার দীর্ঘদিনের সদস্য।
এর আগে রবিবার বিনয় তামাংপন্থীরাও তিন আসনের প্রার্থী ঘোষণা করেছিল। সেই তালিকায় নাম রয়েছে জনপ্রিয় নেতা শিরিং দাহাল, রুদেন লেপচাদের। গুরুং পাহাড়ে ফেরায় মোর্চায় দুটি ভাগ তৈরি হয়েছে। কাদের সমর্থন করবে তৃণমূল সেটাই এখন দেখার। তৃণমূল ভোটকুশলী প্রশান্ত কিশোরের পরামর্শেই বিমল গুরুংকে ফিরিয়ে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই কৌশল আদৌ কাজে লেগেছে কী না, তা এখনও বোঝা যাচ্ছে না।
আরও পড়ুন: WB Election 2021: ক্ষমতায় এলে কে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, জানিয়ে দিলেন অমিত শাহ
এই বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় এক সাক্ষাৎকারে বলেন, যে ২৯১ আসনে আমরা প্রার্থী দিয়েছি, আপাতত তা নিয়ে বেশি চিন্তিত। পাহাড়ের তিন আসন আমরা মোর্চাদের ছেড়ে দিয়েছি। কাদের আমাদের সমর্থন করব সেই বিষয় আলোচনা পরে হবে।” তবে বিজেপিও যে খুব একটা ভালো জায়গায় আছে তাও নয়। যদিও গুরুং ফেরার পরেই পাহাড়ে সুর চড়াতে শুরু করেছে মোর্চা। এই প্রথম পাহাড়ে প্রচারে গিয়ে কালো পতাকা দেখতে হয়েছে বিজেপিকে। পাহাড়ে পরিবর্তন যাত্রা করতে গিয়ে কালো পতাকা দেখেছেন দিলীপ ঘোষ।