রাজ্য

বাংলার মুকুটে যোগ হল নতুন পালক, এই বছরও স্কচ অ্যাওয়ার্ড পেল রাজ্যের পরিবহণ দফতর

গত বছরের মতো এই বছরও তিনটি স্কচ অ্যাওয়ার্ড পেল রাজ্যের পরিবহণ দফতর। এর আগেও এই পুরস্কার পেয়েছে রাজ্যের একাধিক দফতর। আর এই বছর জল পরিবহণ, ই-টিকিটিং ও অন্যান্য ভাবনার জন্য স্কচ অ্যাওয়ার্ড পেল পশ্চিমবঙ্গ।

গত কয়েক বছর ধরে জাতীয় স্তরে স্বীকৃতি পেয়েছে নানান রাজ্য সরকারি পরিষেবা। আর এর জন্য প্রায় প্রতি বছরই নানান পুরস্কার পেয়েছে রাজ্য সরকারের একাধিক দফতর। এমনকী পরিবহণ দফতরও পরিষেবার জন্য একাধিকবার জাতীয় স্তরে পুরস্কার পেয়েছে।

গত ১৫০ বছর ধরে কলকাতার ঐতিহ্য বহন করে চলেছে পরিবেশবান্ধব ট্রাম। এই বছর সেই কারণেই পরিবহণ দফতর জিতেছে স্কচ অ্যাওয়ার্ড। কলকাতার ট্রামকে যেভাবে সাজিয়ে তোলা হয়েছে, তা বেশ প্রশংসনীয়। ট্রামের মধ্যে লাইব্রেরি বা ক্যাফে তৈরি করার মতো ভাবনা তরুণ প্রজন্মকেও বেশ আকর্ষিত করেছে। আর এর জন্যই পরিবহণ দফতরের নামে এল এই পুরস্কার।

রাজ্যের ঝুলিতে ফের এই স্কচ অ্যাওয়ার্ড আসায় স্বভাবতই খুশির হাওয়া পরিবহণ দফতরে। রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী দফতরের সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “এটি একটি বড় খবর যে আমাদের কাজ জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে।আমাদের আরও ভাল করে পরিষেবা দিতে হবে সাধারণ মানুষকে। সেই জন্য আমাদের দফতর আরও কঠিন পরিশ্রম করছে”।

Back to top button
%d bloggers like this: