রাজ্য

বিশ্বভারতী কর্তৃপক্ষকে বেলাগাম আক্রমণ উদয়নের, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ‘মোদীর চাকর’ বলে কটাক্ষ, পাল্টা দিল বিজেপি

এমনিতেই নিজের নানান বেফাঁস মন্তব্যের কারণে মাঝেমধ্যেই বিতর্কে জড়িয়ে থাকেন তিনি। এবারও তেমনটাই হল। এবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে (Bidyut Chakraborty) বেনজির আক্রমণ করলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী তথা বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha)। ‘মোদীর চাকর’ বলে কটাক্ষ করলেন উপাচার্যকে। এর পাল্টা দিল বিজেপিও (BJP)।

অর্মত্য সেন ও বিশ্বভারতীর জমি ঘংঘাত নিয়ে রাজ্যে বেশ শোরগোল পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অর্মত্য সেনের সঙ্গে দেখা করেছেন। তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এর পালটা দিয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও বিশ্বভারতী। মমতা বন্দ্যোপাধ্যায়কেও পাল্টা আক্রমণ করা হয়।।

এবার সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন বিধায়ক তথা উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। গত রবিবার কোচবিহারের দিনহাটায় সভা করেন তিনি। সেখান থেকেই বেলাগাম আক্রমণ করেন বিশ্বভারতীর উপাচার্যকে। বলেন, “উপাচার্য মোদীর চাকর”।

উদয়ন গুহর কথায়, “ভোটে জিততে পারেনি বিজেপি। সেই কারণেই উপাচার্যকে ব্যবহার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা হচ্ছে”। এদিনের সভা থেকে নিশীথ প্রামাণিককেও একহাত নেন উদয়ন গুহ। তাঁর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয় বিজেপি নেতৃত্বের তরফে।

উল্লেখ্য, সমস্যার সূত্রপাত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও বিশ্বভারতী কর্তৃপক্ষের মধ্যে জমি সংঘাত নিয়ে। সম্প্রতি বীরভূমে সফরে গিয়ে অমর্ত্য সেনের বাড়ি ‘প্রতীচী’তে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থনীতিবিদের সঙ্গে কথা বলে তাঁর পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। বিশ্বভারতীর আন্দোলনকারী পড়ুয়া ও অধ্যাপকদের সঙ্গে বৈঠকও করেন তিনি। এমনকি, এক সভা থেকে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।

আর এরপর থেকেই যেন সংঘাতের ঝাঁঝ আরও বেড়েছে। মমতা এও হুঁশিয়ারি দেন যে উপাচার্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি চিঠি দেবেন। এর কয়েক ঘণ্টা পর আবার বিশ্বভারতীর তরফেও বিবৃতি জারি করা হয়।

Back to top button
%d