রাজ্য

‘রবীন্দ্রনাথ নিজেই অশিক্ষিত’, বললেন বিশ্বভারতীর উপাচার্য, মন্তব্যকে ঘিরে উঠল বিতর্কের ঝড়

ফের একবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর কথায়, “রবীন্দ্রনাথ নিজেই অশিক্ষিত। তিনি প্রথাগত শিক্ষা নেন নি। বিকল্প শিক্ষা ব্যবস্থাকেই প্রাধান্য দিতেন তিনি”। গতকাল, বুধবার শান্তিনিকেতনের উপাসনা গৃহ থেকে এমন মন্তব্যই করলেন উপাচার্য। তাঁর এহেন মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে।

কী বলেছেন উপাচার্য?

গতকাল, বুধবার শান্তিনিকেতনের উপাসনা গৃহে শ্রোতাদের উপাসনার প্রাসঙ্গিকতা বোঝাচ্ছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তখনই তিনি বলেন, “রবীন্দ্রনাথের নাম নিয়ে শান্তিনিকেতন এখন স্বার্থসিদ্ধির সোপান হয়ে উঠেছে। যাঁরা অন্যায় কাজ করেন তাঁরাও বলে ওঠেন রাবীন্দ্রিক। রবীন্দ্রনাথ নিজেই অশিক্ষিত। প্রথাগত শিক্ষা তিনি নেননি, বিকল্প শিক্ষা ব্যবস্থাকেই তিনি প্রাধান্য দিতেন। নিয়ম নিশ্চয়ই আছে, অন্য ব্যতিক্রমও আছে। শিক্ষা দু’রকমের এক ধরনের শিক্ষা কেজি থেকে পিজি, পড়াশোনা করলাম ডিগ্রি লাভ করলাম, চাকরি করলাম। আর অন্যটি বিকল্প শিক্ষা”।

এই বিকল্প শিক্ষা ব্যবস্থা কী?

উপাচার্যের কথায়, “তাঁর সামাজিক ভাবনাচিন্তা আজও প্রাসঙ্গিক। যে শিক্ষা মানুষকে মানুষ তৈরি করে সেই শিক্ষায় তিনি বিশ্বাসী ছিলেন। বর্তমানে বিশ্বভারতীতে বিকল্প ভাবনা চিন্তার আধার তৈরি হয়েছে”।

উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নানান মন্তব্য নিয়ে বারবার তৈরি হয়েছে বিতর্ক। এর আগে তিনি শান্তিনিকেতনের আশ্রমিক, প্রাক্তনী ও রাবীন্দ্রিকদের ভোগবাদী বলে মন্তব্য করেছিলেন। এর কারণে তুমুল বিতর্ক শুরু হয়। তাঁর কথায়, অন্যায় করলেই রাবীন্দ্রিক, শান্তিনিকেতনের জমি দখল করে রাখলেই রাবীন্দ্রিক, বিশ্বভারতীকে অপমান করতে পারলে সেই ব্যক্তি রাবীন্দ্রিক।

বারবার নানান কটাক্ষ করেছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে জমি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত গড়িয়েছে। তাঁকে কটাক্ষও করেছেন তিনি। এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করতে শোনা গিয়েছে বিশ্বভারতীর উপাচার্যকে।

প্রসঙ্গত, গত পাঁচ বছর ধরে বিশ্বভারতীর দায়িত্ব পান বিদ্যুৎ চক্রবর্তী। একাধিক মামলাতেও জড়িয়েছেন তিনি। চলতি বছরের নভেম্বরেই মেয়ায়দ শেষ হচ্ছে তাঁর, এমনটাই জানা গিয়েছে। তবে এবার স্বয়ং রবীন্দ্রনাথকে নিয়ে আপত্তিকর মন্তব্য নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বক্ষেত্রে।

Back to top button
%d bloggers like this: