রাজ্য

মহিলাদের উপর অত্যাচারের কেস নেয়না বাংলার থানা, উত্তরবঙ্গ চা বাগানে বহু মহিলা নিঁখোজ! নারী দিবসে বিস্ফোরক লকেট

গতকালই ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই আজকে তার জবাবে ডোরিনা ক্রসিং থেকে মুখ্যমন্ত্রী বলেন, “ব্রিগেড  থেকে প্রধানমন্ত্রী বলেছেন বাংলার মেয়েরা সুরক্ষিত নয়। আরে সকালে, রাতে , দুপুরে, বিকেলে মেয়েরা এখানে ঘুরে বেড়ায়। মোদী-শাহের গুজরাটে দু’বছরে খুন হয়েছে ১৯৪৪ জন, ৪৮২৯টি অপহরণ। ধর্ষণের শীর্ষে আছে আমেদাবাদ, উত্তর প্রদেশ, লজ্জা করে না?”
আরও পড়ুন –প্রকাশ হল বিজেপির প্রার্থী তালিকা, কারা কারা আছে এই তালিকায়, দেখে নিন-

আর তারপরই আজ নারী দিবসে ফের বাংলার নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “বাংলার মেয়েদের অসম্মান করা হয়েছে, তার বদলা চাই। ভোটের সময় বাংলার মেয়েদের নামে প্রচার করা হচ্ছে। অন্যদিকে মহিলাদের উপর অত্যাচারের কেস নেওয়া হয় না থানায়। যাঁরা নির্যাতিতা সেইসব বাংলার মেয়েকে এবার ফেরত চাই। রিপোর্ট না পাঠালে এনসিআরবিতে রেকর্ড হবে কী করে! উত্তরবঙ্গ চা বাগানে বহু মহিলা নিঁখোজ। তার কোনও তথ্য বাংলা সরকার দেয়নি। ধর্ষণের কোনও তথ্য বাংলার সরকার দিতে পারেনি। নারী দিবসে আমরা বাংলার মেয়েদের সম্মান ফেরত চাই। বিজেপি ক্ষমতায় এলে সেই সম্মান ফেরানো হবে।

Back to top button
%d bloggers like this: