রাজ্য

মিলবে ভ্যাপসা গরম থেকে মুক্তি, বিকেল গড়ালেই তুমুল ঝড়বৃষ্টি হবে রাজ্যে, ফের কালবৈশাখীর সম্ভাবনা, সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা

গত দু-তিনদিনে ভ্যাপসা গরমের জেরে নাজেহাল বঙ্গবাসী। তবে এবার এই প্যাচপ্যাচে-ভ্যাপসা গরম থেকে মিলবে মুক্তি। মঙ্গল ও বুধবার রাজ্যে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গ তো বটেই, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস মিলল।

আজ, মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ পরিষ্কার। বেলা বাড়তেই গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি ধীরে ধীরে বাড়ছে। এদিন বিকেল বা সন্ধের দিকে তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ ৪৪ থেকে ৯০ শতাংশ।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও বুধবার ঝড়বৃষ্টির পরিমাণ বেশি হবে। ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার ঝড়বৃষ্টি না হলেও শুক্র ও শনিবার ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে সেখানে। এর সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগামী ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

অন্যদিকে আবার, আগামীকাল, বুধবার উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। বর্ষাও কিছুটা এগিয়ে আসবে বলে খবর। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর জেরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকবে। ফলে সেখানে সমাগম হবে বর্ষার। অন্যদিকে আবার ঝাড়খন্ডে ও তামিলনাড়ুতে একটি করে দু’টি ঘূর্ণাবর্তও রয়েছে। বিদর্ভ থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

Back to top button
%d bloggers like this: