ভাদ্র মাসের প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী, অন্যদিকে চোখ রাঙাচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত, কবে নামবে বৃষ্টি?

ভাদ্র মাসের প্যাচপ্যাচে গরমের জেরে বঙ্গবাসীর প্রাণ ওষ্ঠাগত। তাপমাত্রা বেড়েছে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, একদিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। আবার অন্যদিকে উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এর জেরে সপ্তাহান্তে বৃষ্টি পেতে পারে বাংলা।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
তাপমাত্রার আধিক্য ও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার জেরে বেশ অস্বস্তিতে থাকতে হবে কলকাতাবাসীকে। শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
তবে হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। লাক্ষাদ্বীপ ও কেরল সংলগ্ন এলাকায় এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও কর্ণাটক থেকে তামিলনাড়ু হয়ে কোমোরিন এলাকা পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত বিস্তৃত রয়েছে। কিন্তু বাংলায় এর কোনও প্রভাব পড়বে না।
অন্যদিকে, বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। নিম্নচাপ তৈরি হতে পারে। আগামী কয়েকদিন বাড়বে বৃষ্টি। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
অন্যদিকে আবার মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে যার অভিমুখ দক্ষিণ-পশ্চিম দিকে। এই ঘূর্ণাবর্ত ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপ তৈরি করতে পারে। উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, হাওড়ার কয়েক জায়গায় রবিবার থেকে ভারী বৃষ্টি হতে পারে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে। বর্ষার পরিমাণ স্বাভাবিক বা তার থেকে নীচে থাকবে। পাহাড়ি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ারে।